পাটকেলঘাটার প্রবীণ শিক্ষক মোবারক আলীর ইহলোক ত্যাগ প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২০ | আপডেট: ১০:২২:অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২০ অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মোবারক আলী। (ফাইল ছবি) সাতক্ষীরার পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মোবারক আলী মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার কন্যা, এক পুত্র, আত্বীয়-স্বজন সহ অসংখ্য শুভাকাঙ্খি রেখে গেছেন। শুক্রবার(২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার সময় নিজ বাসভবন থানার পারকুমিরা গ্রামে ষ্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেন। শনিবার(২৬ ডিসেম্বর) সকাল ১০টায় মরহুমের নামাজের জানাজা পারকুমিরা গ্রামে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে। তিনি ১৯৭৬ সালে পাটকেলঘাটা আদর্শ বহুমূখী উচ্চ বিদ্যালয়ে যোগদানের মধ্য দিয়ে চাকুরি পেশা শুরু করেন ও ২০০২ সালে অবসর গ্রহন করেন। অবসরের পর মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে এলাকার মানুষের সেবা করেছেন। সংবাদটি পড়া হয়েছে ৬০৪ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাটকেলঘাটা রিপোর্টার্স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন পাটকেলঘাটায় নারকেল গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু