পাটকেলঘাটার খলিষখালীতে প্রকাশ্যে মাতৃত্বকালীন ভাতার তালিকা প্রনয়ন প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২০ | আপডেট: ৫:৩৬:অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২০ সাতক্ষীরার পাটকেলঘাটা থানার খলিষখালীতে প্রকাশ্যে মাতৃত্বকালীন ভাতার তালিকা যাচাই বাছাই ও তালিকা প্রনয়ন কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১২ নভেম্বর) খলিষখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দুপুর ২টায় উক্ত তালিকা প্রনয়ন কর্মসুচি অনুষ্ঠিত হয়। খলিষখালী ইউপি চেয়ারম্যান মোজাফফর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য উত্তম কুমার দে, ওসমান শেখ, আব্দুর ছবুর সরদার, জালালউদ্দীন মোড়ল, হালিমা বেগম, সাবিত্রী সরকার, ইউপি সচিব শহিদুল ইসলাম প্রমূথ। এ সময় প্রধান অতিথি ও ইউপি চেয়ারম্যান ৯টি ওয়ার্ড থেকে আগত মাতৃত্বকালীন ভাতা প্রদানের লক্ষ্যে স্বচ্ছতার মাধ্যমে তালিকা সম্পন্ন করেন। সংবাদটি পড়া হয়েছে ২২৪ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাটকেলঘাটা রিপোর্টার্স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন পাটকেলঘাটায় নারকেল গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু