পাটকেলঘাটার এইচবি ইটভাটাকে জরিমানা প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২০ | আপডেট: ১১:১৪:পূর্বাহ্ণ, জানুয়ারি ২, ২০২০ মোঃ সাইদুজ্জামান শুভ: পাটকেলঘাটার কুমিরা ইউনিয়নের এইচবি ইটের ভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার (১ জানুয়ারী) সকাল ১১:০০ টার সময় তালা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট খন্দকার রবিউল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। সূত্রে জানা গেছে, লাইসেন্স ছাড়া ইট ভাটা পরিচালনা এবং চুল্লির আগুনে গাছের খড়ি ব্যবহার করে ইট পোড়াচ্ছিল যৌথ মালিকানায় পরিচালিত এইচবি(ইট ভাটা) নামের ওই ইট ভাটার মালিকরা। গোপনে সংবাদটি জানতে পেরে বুধবার সকালে থানা পুলিশের সহযোগিতায় সেখানে অভিযান পরিচালনা করেন এসিল্যান্ড খন্দকার রবিউল ইসলাম। এ সময় সেখানে আবস্থান রত ইটভাটার মালিকের কাছে থেকে জরিমানা আদায় করা হয়। সুন্দরবনটাইমস.কম/ভ্রাম্যমাণ প্রতিবেদক সংবাদটি পড়া হয়েছে ১৯২ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাটকেলঘাটা রিপোর্টার্স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন পাটকেলঘাটায় নারকেল গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু