পাটকেলঘাটায় ইমাদ পরিবহনের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৫ | আপডেট: ৯:০০:অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৫ খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা ত্রিশ মাইল নামক স্থানে ইমাদ পরিবহনের ধাক্কায় আমিনুল্লাহ মোড়ল(৫৫) নামে এক ভ্যান চালকের প্রানহানি ঘটেছে। বুধবার(১ জানুয়ারি) বেলা ১টার দিকে ত্রিশ মাইল এলাকার অগ্রগতি সংস্থার সামনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক সাতক্ষীরা সদরের রসুলপুর এলাকার বরকত উল্লাহর পুত্র। প্রত্যক্ষদর্শী অগ্রগতি সংস্থা কেয়ারটেকার আব্দুর সবুর জানান, জীবিকার তাগিতে আমিনুল্লাহ ভ্যান নিয়ে প্রায় ত্রিশ মাইল মোড়ে থাকত। বুধবার বেলা ১টার দিকে তিনি যাত্রী আনতে পাটকেলঘাটার দিকে যাচ্ছিলেন। ওই সময় ইমাদ পরিবহনের একটি দ্রুতগামী বাস তাকে ধাক্কা দিয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ডেক্স সংবাদটি ৫০৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন ঢাকাস্থ পাটকেলঘাটা থানা সমিতির কমিটি: সভাপতি আকাশ, সম্পাদক রাশেদ পাটকেলঘাটায় পরিবহনের ধাক্কায় মা ও শিশু ছেলে নিহত, বাবাসহ শিশু কন্যা আহত