তিন মাস ধরে শিশুকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২০ | আপডেট: ১০:০৩:অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২০ প্রায় তিন মাস ধরে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী (১২) ধর্ষণের অভিযোগে বখাটে মিন্টু কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১৬ ডিসেম্বর) সকালে ধর্ষণের শিকার ওই ছাত্রীর পিতা বাদী হয়ে তালা থানায় ধর্ষণের মামলা করেন। ঘটনার বিবরণে প্রকাশ, সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামে মুনছুর গাজীর ছেলে ও দুই সন্তানের জনক মিন্টু গাজী জোর পূর্বক এবং নানান ভয়ভীতি দেখিয়ে প্রায় তিন মাস ধরে শিশুটিকে ধর্ষণ করে আসছিল। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতের খাবার খেয়ে ওই স্কুল ছাত্রী (১২) নিজ বসত ঘরে ঘুমাচ্ছিলো। রাতের কোন এক সময় কৌশল অবলম্বন করে ধর্ষক মিন্টু ঘরে প্রবেশ করে তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকারে স্থানীয়রা মিন্টুকে হাতে নাতে ধরে ফেলে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ধর্ষককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে ।পুলিশ শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠিয়েছে। তালা থানার অফিসার ইনচার্জ(ওসি) মেহেদী রাসেল বলেন, ধর্ষণের অভিযোগে ধর্ষক মিন্টুকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। তার ডিএনএ পরীক্ষার জন্য আবেদন করা হবে। সংবাদটি পড়া হয়েছে ১৯৩ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যের বিকল্প নেই: তালায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী তমা তালায় আন্তর্জাতিক নারী দিবসে ৩ ব্যক্তিকে সম্মাননা