তালা মহিলা কলেজের সহকারি অধ্যাপক তৌহিদুজ্জামান ইন্তেকাল করেছেন প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ণ, মে ৫, ২০২২ | আপডেট: ১১:৪৬:অপরাহ্ণ, মে ৫, ২০২২ তালা মহিলা কলেজের সহকারি অধ্যাপক এস এম তৌহিদুজ্জামান (৫৪) আজ বৃহস্পতিবার সকালে খুলনার আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি দীর্ঘদিন কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তৌহিদুজ্জামান দীর্ঘদিন ধরে তালা বাজারে বসবাস করতেন। তিনি উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের হাতবাস গ্রামের মোফাজ্জেল হোসেনের ছেলে। তালা মহিলা কলেজে তিনি বাংলা বিভাগের সহকারি অধ্যাপক ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে এবং স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তৌহিদুজ্জামান প্রতিষ্ঠাকালীন থেকে তালা মহিলা কলেজে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন তালা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মো. আব্দুর রহমান, বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীসহ উপজেলার বিভিন্ন স্তরের মানুষ। সংবাদটি পড়া হয়েছে ৩১০ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যের বিকল্প নেই: তালায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী তমা তালায় আন্তর্জাতিক নারী দিবসে ৩ ব্যক্তিকে সম্মাননা