তালা-পাটকেলঘাটা ফেসবুক গ্রুপের উদ্যোগে “বিজয় দিবস চিত্রাঙ্কন প্রতিযোগিতা” অনুষ্ঠিত প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২০ | আপডেট: ১০:৪০:অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২০ প্রথম স্থান ছবি: অঙ্কন করেছে পাটকেলঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ৫ম শ্রেনীর ছাত্রী মারিয়া করিম। মহান বিজয় দিবস-২০২০ উপলক্ষ্যে ডিসেম্বর মাসব্যাপী “তালা-পাটকেলঘাটা” ফেসবুক গ্রুপের আয়োজনে অনলাইন ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিষয় হিসেবে “বাংলাদেশ ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ” নির্ধারন করা হয়। প্রাথমিক যাচাই-বাছাই শেষে ১৩টি ছবি চুড়ান্ত প্রতিযোগিতায় স্থান করে নেয়। এ সময়ে ফেসবুকের পুল ভোটের মাধ্যমে সরাসরি ফেসবুক সদস্যদের ভোট এবং বিচারক প্যানেলের সম্মানিত বিচারক গনের প্রদত্ত নাম্বার যোগ করে, চুড়ান্ত ফলাফল ঘোষনা করা হয়। প্রথম স্থান অধিকার করে, সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ৫ম শ্রেনীর ছাত্রী মারিয়া করিম, দ্বিতীয় স্থান অধিকার করে নগরঘাটা বিথী প্রি ক্যাডেট স্কুল এর নার্সারী ক্লাসের ছাত্রী এনি, তৃতীয় স্থান অধিকার করে, পাটকেলঘাটা আল-ফারুক প্রি ক্যাডেট স্কুল এর প্রথম শ্রেনীর ছাত্র সাইদুজ্জামান। তালা-পাটকেলঘাটা ফেসবুক গ্রুপের এডমিন মুনীরুজ্জামান ফলাফল পরবর্তী একটি লাইভ বার্তার মাধ্যমে সকল অংশগ্রহণকারী অভিভাবকবৃন্দ, একটিভ প্যানেলের সহযোগী ও সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্বীকার করেন। আগামীতেও এ ধরনের কাজ অব্যহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। সংবাদটি পড়া হয়েছে ৮৩২ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যের বিকল্প নেই: তালায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী তমা তালায় আন্তর্জাতিক নারী দিবসে ৩ ব্যক্তিকে সম্মাননা