তালা উপজেলা জাসদের ত্রি-বার্ষিক কাউন্সিল: সভাপতি কাসেম, সম্পাদক ফারুক প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২০ | আপডেট: ৬:৪৫:অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২০ সংবাদদাতা, তালা(সাতক্ষীরা): বাংলাদেশের অন্যতম প্রাচীনতম দল জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ তালা উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল বৃহস্পতিবার(৩০ জানুয়ারি)সকাল ১০ ঘটিকায় তালা উপজেলার ডাকবাংলা চত্বরে অনুষ্ঠিত হয়েছে। তালা উপজেলা জাসদের সভাপতি বিশ্বাস আবুল কাসেমের সভাপতিত্বে কাউন্সেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ-সম্পাদক শেখ ওবায়দুস সুলতান বাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আশেক এলাহী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক -জাতীয় কৃষক জোট, কেন্দ্রীয় কার্যকরী কমিটি, মিলন ঘোষাল, সাধারণ সম্পাদক, জাতীয় যুব জোট সাতক্ষীরা জেলা কমিটি, এস এম আব্দুল আলিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) সাতক্ষীরা জেলা কমিটি ও সাবেক সভাপতি তালা উপজেলা কমিটি। উদ্ধোধনী অধিবেশনের পর অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে বিশ্বাস আবুল কাসেম কে পুনরায় সভাপতি, ও মোঃ ফারুক হোসেন কে সাধারন সম্পাদক, রেভাঃ অমল সরকার কে সাংগঠনিক সম্পাদক করা হয়। আগামী তিন বছরের জন্য উপজেলা জাসদের কমিটি নির্বাচিত করা হয়। সুন্দরবনটাইমস.কম/ডেক্স তালা উপজেলা জাসদের কমিটি গঠন সংবাদটি পড়া হয়েছে ২৭৮ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় আন্তর্জাতিক নারী দিবসে ৩ ব্যক্তিকে সম্মাননা তালায় মুক্তিযুদ্ধ ও স্মার্ট বাংলাদেশ শীর্ষক উঠান বৈঠক