তালায় ৪৯তম মহান বিজয় দিবস পালিত প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২০ | আপডেট: ৮:৪৭:অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২০ তালায় মহান বিজয় দিবসে জাতীয় পতাকা উত্তোলন করেন স্থানীয় সাংসদ এড. মুস্তফা লুৎফুল্লাহ। সাতক্ষীরার তালায় যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় ৪৯তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর প্রত্যুষে ৩১ বার তোপধ্বণির মাধ্যমে দিনটির সূচনা হয়। সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনসহ উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ডো কাউন্সিল, প্রেসক্লাব, বে-সরকারী সংস্থা উত্তরণসহ উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে মাল্যদান করা হয়। এ সময় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংঙ্গীত পরিবেশন করা হয়। পরে নব নির্মিত তালা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস পালন উপলক্ষে দু’দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ২য় দিন উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। এ সময় তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন, তালা থানার ওসি মোঃ মেহেদী রাসেল, পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ, তালা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মনি মোহন মন্ডল, সাতক্ষীরা জেলা বাকশিস’র সভাপতি ও তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ মফিজ উদ্দীন, ডেপুটি কমান্ডার মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দার, বীর মুক্তিযোদ্ধা এম এম ফজলুল হক, তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন, জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, নাগরিক কমিটি নেতা শফিকুল ইসলাম প্রমুখ। পরে দিনটি উপলক্ষ্যে সীমিত পরিসরে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। সংবাদটি পড়া হয়েছে ৩৪২ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যের বিকল্প নেই: তালায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী তমা তালায় আন্তর্জাতিক নারী দিবসে ৩ ব্যক্তিকে সম্মাননা