তালায় ৩৬ সিআইজি সদস্যদের মাঝে উপকরণ বিতরণ প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২০ | আপডেট: ৭:১০:অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২০ নিজস্ব প্রতিবেদক: তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসে রবিবার উন্নত ব্যবস্থাপনায় প্রযুক্তি হস্তান্তর প্রদর্শনীর আওতায় ৩৬ জন সিআইজি সদস্যদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ করা হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের এনএটিপি-২ এর আওতায় উক্ত প্যাকেজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সন্জয় বিশ্বাস। এ সময় উপকারভোগি সিআইজি সদস্য ছাড়াও প্রাণিসম্পদ অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ৩৬ জন সিআইজি সদস্যদের মধ্যে ১০ জন গাভী পালন, ১০ জন গরু পালন, ১০ ছাগল পালন ও ৬ জন মুরগী পালনকারীর মধ্যে উক্ত উপকরণ বিতরণ করা হয়। সুন্দরবনটাইমস.কম/ডেক্স সংবাদটি পড়া হয়েছে ১৯৫ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় আন্তর্জাতিক নারী দিবসে ৩ ব্যক্তিকে সম্মাননা তালায় মুক্তিযুদ্ধ ও স্মার্ট বাংলাদেশ শীর্ষক উঠান বৈঠক