তালায় সোনালী ব্যাংকের গ্রাহক সেবা মাসের উদ্বোধন

সোমবার (১ মার্চ) সকালে সোনালী ব্যাংক লিমিটেড সাতক্ষীরা তালা শাখার গ্রাহক সেবা মাসের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ-উল-হাসান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সোনালী ব্যাংক লিমিটেড তালা শাখা ব্যবস্থাপক শেখ নাহিদুজ্জামান মিঠু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, উন্নয়ন প্রচেষ্টা পরিচালক শেখ ইয়াকুব আলী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কোহিনুর ইসলাম মোড়ল, শিক্ষক শেখ মোঃ জাহাঙ্গীরসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক ও গ্রাহকবৃন্দ।