তালায় সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে সংলাপ

তালা উপজেলার কুমিরায় ইউনিয়ন পরিষদে সংখ্যালঘুদের ক্ষমতায়ন ও তাদের অধিকার নিশ্চিত করার জন্য এ্যাডভোকেসি প্রকল্পের আওতায় উপকারভোগী ও সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ মার্চ) সকালে নারী উন্নয়ন সংস্থা’র আয়োজনে ও মাইনরিটি রাইটস গ্রুপ ইউরোপ ও নোরাদ এবং অগ্রগতি সংস্থার আর্থিক সহযোগিতায় এ সংলাপ অনুষ্ঠিত হয়। নারী উন্নয়ন সংস্থার পরিচালক গুলশান আরার পরিচালনায় সংলাপে বক্তব্য রাখেন কুমিরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সামেরা বানু, শিক্ষক সেলিনা ইয়াসমিন, ইউনিয়ন পরিষদ উদোক্তা এস এম শহিদুল ইসলাম, অগ্রগতি সংস্থার প্রকল্প সম্বন্বয়ক মাসুম বিল্লাহ সবুজ, স্বপ্ন ফাউন্ডেশন কর্মী রাজিব বিশ^াস, নারী উন্নয়ন সংস্থার সংশ্লিষ্ট প্রকল্পের কর্মী তৌকির হাসান প্রমুখ।