তালায় সুরক্ষা, নাগরিক অধিকার ও মর্যাদা (সুনাম) কমিটির মাসিক সভা প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২০ | আপডেট: ৭:৫৬:অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২০ সুরক্ষা, নাগরিক অধিকার ও মর্যাদা(সুনাম) কমিটি সাতক্ষীরা জেলার তালা উপজেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৬ অক্টোবর) সকাল ১০টায় সুনামের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় সহ-সভাপতি এসএম হাসান আলী বাচ্চু,র সভাপত্বিতে ও শেখ ইমরান হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্বদেশ এনজিও পরিচালক মাধব চন্দ্র দত্ত,প্রজেক্ট কো-অডিনেটর বিঞ্চু পদ দাশ, এ্যাভোকেসী অফিসার শান্তানু কুমার দাশ। উপস্থিত ছিলেন যুগ্ন-সাধারণ সম্পাদক শাহানাজ পারভিন, ফয়সাল হোসেন, সাদীয়া নাহার উমী, তামান্না খাতুন, শারমিন আক্তার সুমি, জহর হাসান সাগর, ইলিয়াস ইসলাম, সিমান্ত দে প্রমুখ। আলোচনা সভায়, উপজেলা সুনাম কমিটির সভাপতি শেখ ওবাইদুর রহমান রিয়াদ বাবু আকস্কিক অকাল মৃত্যুতে গভীয় শোক প্রকাশ ও বিদেহী আতœার মাগফিরাত কামনা করে ১ মিনিট নিরাবতা পালন। থানায় সাধারণ ডাইয়েরী করার নিয়মাবলী সম্পর্কে ধারণা। ডিসেম্বার মাসের ৮ তারিখ আন্তজার্তিক মানবাধিকার দিবস ও সংখ্যালঘু অধিকার দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। সংবাদটি পড়া হয়েছে ২৩৮ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যের বিকল্প নেই: তালায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী তমা তালায় আন্তর্জাতিক নারী দিবসে ৩ ব্যক্তিকে সম্মাননা