তালায় সুনাম কমিটির আন্তর্জাতিক সংখ্যা লঘু অধিকার দিবস পালন প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৯ | আপডেট: ৮:৫৪:অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৯ এম,এ,মান্নান, তালা: তালায় বৈষম্য উন্নয়নের অন্যতম অন্তরায় প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুরক্ষা,নাগরিক অধিকার,মর্যাদা(সুনাম) কমিটির উদ্যেগে আগামী ১৮ ডিসেম্বার আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে এক র্যালি ও পথ সভা অনুষ্টিত হয়েছে। (রবিবার)সুনাম কমিটি তালা উপজেলা শাখার আয়োজনে একটি র্যালি উপ-শহর প্রদক্ষিণ শেষে ডাকবাংলো চত্বরে এক পথ সভা অনুষ্ঠিত হয় । পথ সভায় সুনাম কমিটি তালা উপজেলা শাখার সহ-সভাপতি এসএম হাসান আলী বাচ্চু,র সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক শেখ ইমরান হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্বদেশ এনজিও পরিচালক ও শারি সংস্থার জেলা সমন্বয়কারী মাধব চন্দ্র দত্ত,জাতীয় সাংবাদিক সংস্থা তালা উপজেলা শাখার সভাপতি শিক্ষক এসএম জাহাঙ্গীর হাসান,শারি সংস্থার এ্যাডভোকেসী অফিসার শান্তানু কুমার দাশ,জাসদ নেতা গোবিন্দ দত্ত প্রমুখ। উক্ত সময় উপস্থিত ছিলেন সুনাম কমিটির শেখ রিয়াদ,জহর হাসান সাগর,তহমিনা সুলতানা,শাহানাজ পারভীন,অভিজিৎ দত্ত,কাজী অভি, ফয়সাল, শিহাব সরদার, সাইরোন খাতুন,ইমরান হোসেন,আলামিন হোসেন,সোহাগ শেখ সহ গ্রীণ আর্মির সদস্যরা উপস্থিত ছিলেন। সুন্দরবনটাইমস.কম/এমএ মান্নান/তালা/সাতক্ষীরা সংবাদটি পড়া হয়েছে ১৬৮ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যের বিকল্প নেই: তালায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী তমা তালায় আন্তর্জাতিক নারী দিবসে ৩ ব্যক্তিকে সম্মাননা