তালায় সুজনের কমিটি গঠন: গাজী জাহিদ সভাপতি, ইমদাদুল সম্পাদক

প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২০ | আপডেট: ৮:৪৫:অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২০
তালা উপজেলা সুজনের নবনির্বাচিত সভাপতি গাজী জাহিদুর রহমান ও সাধারণ সম্পাদক ইমদাদুল হক।

সাংবাদিক গাজী জাহিদুর রহমানকে সভাপতি ও উন্নয়নকর্মী মোঃ ইমদাদুল হককে সাধারণ সম্পাদক মনোনীত করে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর তালা উপজেলা শাখার ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

কমিটির সহ-সভাপতি মনোনিত হয়েছেন প্রভাষক সুতপা রাহা টুম্পা, অধ্যাপক ড. রবিউল ইসলাম ও সৈয়দ আব্দুল্লাহেল হাদী, যুগ্ন-সম্পাদক রেশমা খাতুন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মামুন রেজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক অর্জুন বিশ্বাস, দপ্তর সম্পাদক মোঃ আফজাল হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক শিক্ষক স্বপন দেবনাথ, আইন বিষয়ক সম্পাদক এড. আব্দুর রহমান গাজী ও সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মনোনীত হয়েছেন মহাদেব দাস।

 

কমিটি গঠন উপলক্ষ্যে রবিবার (৮ নভেম্বর) বিকালে তালা মুক্তিযোদ্ধা আঃ সালাম গণ-গ্রন্থাগারে সুজনের উপজেলা শাখার সভাপতি সাংবাদিক গাজী জাহিদুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুজনের সাধারণ সম্পাদক মোঃ ইমদাদুল হকের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা সুজনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রাক্তন অধ্যক্ষ সুভাষ সরকার।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা সুজনের সাধারণ সম্পাদক শেখ হেদায়েতুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এড. একেএম সেলিম, মোঃ সাকিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দার, প্রভাষক সুতপা রাহা টুম্পা, মীর জিল্লুর রহমান, মোঃ আবু সাইদ প্রমুখ। এদিকে কমিটির উপদেষ্টা মনোনিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দার, বীর মুক্তিযোদ্ধা মোড়ল আবু বক্কার, অধ্যাপক অচিন্ত্য সাহা এবং ধীরেন্দ্র নাথ মাহাতা।

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। তালা, সাতক্ষীরা