তালায় সর্বহারা পার্টির পরিচয়ে ১০ জনের কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি, এলাকায় আতঙ্ক

প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২০ | আপডেট: ২:৩৮:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২০

সাতক্ষীরার তালা উপজেলায় অবসরপ্রাপ্ত মেজর জিয়া নামের এক ব্যক্তি নিজেকে সর্বহারা পার্টির চেয়ারম্যান পরিচয় দিয়ে মোবাইলে গত এক সপ্তাহে পৃথক তালা সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত প্রদর্শক সন্তোষ কুমার দাশসহ অন্তত ১০ জনের কাছে ৩০ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

চাঁদা না দিলে হত্যার হুমকি দেওয়া হয়েছে । এ ঘটনায় হুমকির শিকার পরিবারসহ জনমনে আতঙ্ক বিরাজ করছে। প্রতিকার পেতে হুমকির শিকার অন্তত তিনজন তালা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

তালা থানায় সাধারণ ডায়েরি২৫ শুক্রবার (সেপ্টেম্বর) সকালে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল নিশ্চিত করেছেন।

তিনি জানান, এলাকায় সর্বহারা পার্টির কোন অস্তিত্ব নেই। কোন প্রতারক চক্র এটা করছে। জড়িতদের খুজে বের করার জোর চেষ্টা চলছে।
জানা গেছে, অবসরপ্রাপ্ত মেজর জিয়া নামের এক ব্যক্তি নিজেকে সর্বহারা পার্টির চেয়ারম্যান পরিচয় দিয়ে গত এক সপ্তাহে কমপক্ষে ১০ জনের কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত টাকা পাঠাতে ০১৭০০৫৯১২০৮ নাম্বারটি (বিকাশ) দেওয়া হয়। এসময় দাবিকৃত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে, কত দিতে পারবেন এটা জানতে চান ওই ব্যক্তি। টাকা দিতে না চাইলে গালিগালাজ করে হত্যার হুমকি দিয়ে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

তালা উপজেলার ধুলান্ডা গ্রামের মৃত শৈলন্দ্র নাথ দাশের ছেলে অবসর প্রাপ্ত কলেজ প্রদর্শক সন্তোষ কুমার দাশ জানান, গত রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার সময় ০১৭৪৫৭৮১০৭৬ নাম্বারের মোবাইল থেকে একই পরিচয় দিয়ে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত ২ লক্ষ টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ০১৭০০৫৯১২০৮ নাম্বারে দ্রুত ২০ হাজার টাকা বিকাশ করতে বলেন তিনি। আর টাকা বিকাশ না করলে জীবননাশেরও হুমকি দেন। এঘটনায় তিনি ওইদিনই তালা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

তালা উপজেলার জেঠুয়া গ্রামের মাজেদ আলী গাজীর ছেলে ও কৃষ্ণকাটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আছাদুল হক জানান, গত শনিবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে ০১৭৪৫৭৮১০৭৬ নাম্বরের মোবাইল থেকে তাকে ফোন করে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। বিষয়টি তিনিও তালা থানায় সাধারণ ডায়েরি করেছেন।

তালা সদর ইউনিয়নের বারইহাটী গ্রামের মৃত মজিদ মোড়লের ছেলে ও জেঠুয়া জাগরাণী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রব জানান, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৫টায় ০১৭৪৫৭৮১০৭৬ নাম্বারের মোবাইল থেকে একই পরিচয়ে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়।

শিক্ষক আব্দুর রব জানান, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর দেড়টার সময় আবারও ০১৭০১৮৭৪৬৬৮ নাম্বার থেকে ফোন করে বলে আমার ছেলে জেলে আছে। তাদের ছাড়াতে টাকা লাগবে, তুই আজকের ভিতরে ০১৭০০৫৯১২০৮ নাম্বারে ২ লক্ষ টাকা বিকাশ করে পাঠিয়ে দিবি। দাবিকৃত টাকা না দিলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এঘটনায় তিনি তালা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

একই ভাবে তালার মোবারাকপুর গ্রামের জিন্নাত মাস্টারের ছেলে হুমায়ন কবির জানান, অবসরপ্রাপ্ত মেজর জিয়া নামের এক ব্যক্তি নিজেকে সর্বহারা পার্টির চেয়ারম্যান পরিচয় দিয়ে গত শনিবার (২১ সেপ্টেম্বর) ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। দাবিকৃত টাকা না দিলে তাকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেয় । এঘটনায় পরিবার নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছি।

তালা থানার (ওসি) তদন্ত আবুল কালাম আজাদ জানান,এ পর্যন্ত আমাদের কাছে সর্বহারা পার্টির পরিচয়ে চাঁদা দাবির ৩টি অভিযোগ এসেছে। সিডিআর এর মাধ্যমে সর্বহারা পার্টির প্রধান পরিচয়দানকারীর অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেফতার করার কাজ শুরু হয়েছে।

ওসি মেহেদী রাসেল আরও জানান, এলাকায় সর্বহারা পার্টির কোন অস্তিত্ব নেই। কোন প্রতারক চক্র এটা করছে। সর্বহারা পার্টির নামে চাঁদা দাবি ও হুমকি-ধমকির অভিযোগে ৩ জন জিডি করেছেন। মোবাইল নাম্বার ট্র্যাক করে তাদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।

প্রসঙ্গত, সাতক্ষীরা, খুলনা ও যশোর জেলার কয়েকটি উপজেলায় এক সময় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (জনযুদ্ধ) নামে সর্বহারা বাহিনীর অস্ত্রের ঝনঝনানি ছিল। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বন্ধ হয়ে যায়। কিন্তু সম্প্রতি আবারও সর্বহারা পার্টির পরিচয়ে বিভিন্নজনের কাছে চাঁদা দাবির ঘটনা ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করেছে।

 

এসজি/ডেক্স


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স