তালায় শুভ বড়দিন উদযাপন প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২০ | আপডেট: ২:২২:অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২০ তালায় শুভ বড়দিনে ট্যাবেনাকেল অফ গ্রেস্ চার্চ বাংলাদেশ গীর্জায় বড়দিন উদযাপন। সাতক্ষীরা তালায় আনন্দ মুখর পরিবেশের মধ্যে দিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার, (২৫ ডিসেম্বর) সকাল থেকেই ট্যাবেনাকেল অফ গ্রেস্ চার্চ বাংলাদেশ গীর্জাসহ উপজেলার বাড়ি-ঘরে সাজগোজ, আলোক সজ্জা, বড়দিনের গান, কেক তৈরি, বিশেষ খাবার ও কীত্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে গীর্জায় আয়োজন করা হয় বিশেষ প্রার্থনার। এসময় ট্যাবেনাকেল অফ গ্রেস্ চার্চ বাংলাদেশ গীর্জায় পাষ্টার দানিয়েল বৈদ্য,নিপা বৈদ্য,তমালিকা সরকার,সাইমন বাড়ৈ জেসম,রামপ্রসাদ ও শিশুরা উপস্থিত ছিলেন। প্রার্থনায় এসময় দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়। সংবাদটি পড়া হয়েছে ৩০০ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যের বিকল্প নেই: তালায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী তমা তালায় আন্তর্জাতিক নারী দিবসে ৩ ব্যক্তিকে সম্মাননা