তালায় শালতা খনন কাজ সমাপ্ত করার দাবিতে স্মারকলিপি প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২১ | আপডেট: ৯:৫৮:অপরাহ্ণ, মার্চ ৯, ২০২১ শালতা খনন কাজ দ্রুত সমাপ্ত করার দাবিতে তালার ইউএনও’র মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মুরকলিপি প্রদান। মঙ্গলবার (৯ মার্চ) সকালে শালতা রিভার বেসিন ও পানি কমিটির পক্ষ থেকে পশ্চিম শালতা নদী খনন কাজ সমাপ্ত করাসহ বিভিন্ন দাবিতে তালা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর স্মারকলিপি প্রদান করা হয়েছে। সাতক্ষীরা ও খুলনা জেলার ১৬ ও ১৭/১ নং পোল্ডারের মধ্য দিয়ে প্রবাহিত পশ্চিম শালতা নদী খনন কাজ সমাপ্ত করা, অববাহিকায় টিআরএম ও আন্তঃনদী সংযোগ কার্যক্রম বাস্তবায়নের দাবিতে উক্ত স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় শালতা রিভার বেসিন কমিটির সভাপতি সরদার ইমান আলি, তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জীল্লুর রহমান, পানি কমিটির নেতা বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দীন জোয়ার্দারসহ শালতা রিভার বেসিন ও পানি কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদটি পড়া হয়েছে ১৬৭ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় আন্তর্জাতিক নারী দিবসে ৩ ব্যক্তিকে সম্মাননা তালায় মুক্তিযুদ্ধ ও স্মার্ট বাংলাদেশ শীর্ষক উঠান বৈঠক