তালায় রাতের আধারে কৃষকের ২শ মণ আম কেটে সাবাড়: ৩ লক্ষ টাকার ক্ষতিসাধন প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, মে ৩, ২০২০ | আপডেট: ৩:৫৪:অপরাহ্ণ, মে ৩, ২০২০ সাতক্ষীরার তালায় এক কৃষকের ৭ বিঘা জমির আম রাতের আধারে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ক্ষতি হয়েছে প্রায় ৩ লক্ষ টাকা। উপজেলার নুরুল্লাহপুর মাঠের ফিরোজ সরদারের আম বাগানে শনিবার (২ মে) গভীর রাতে ঘটনাটি ঘটেছে। বারুইহাটি গ্রামের মোঃ ওমর সরদারের ছেলে মোঃ ফিরোজ সরদার জানান,সে উপজেলার মহান্দী গ্রামের বাবলুর রহমানের কাছ থেকে ৭ বিঘা জমিতে লাগানো আম গাছ কিনে নেয়। তিনি জানান,পরের কাছ থেকে টাকা ধার দিনা করে কষ্টে আম বাগানটি কিনেছিল। একই এলাকার মোঃ আলার সাথে তার বিরোধ চলে আসছিল।এরই জের ধরে শনিবার রাতে বারুইহাটি গ্রামের মৃত ফজর আলীর ছেলে মোঃ আলা এ কাজটি করেছে বলে তিনি অভিযোগ করেছেন। এ বিষয়ে তালা থানা ওসি মেহেদী রাসেল বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে। সংবাদটি ২৮৪ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালা উপজেলায় ঈদের ছুটিতেও অব্যাহত পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব