তালায় বিদ্যুৎ স্পৃষ্টে ইজিবাইক চালকের মৃত্যু প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৯ | আপডেট: ৮:৩২:অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৯ ডেক্স রিপোর্ট: সাতক্ষীরার তালায় ইজিবাইকের ব্যাটারি চার্জ দেয়ার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বিকাশ দাশ(৪৫) নামের এক চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার নেহালপুর গ্রামের গোবিন্দ দাশের ছেলে। নিহতের প্রতিবেশী মাধব দাশ ও শেখ লাভলুর রহমান জানান, বিকাশ দাশ ভাড়ায় চালিত ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করেন। বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে তার ইজিবাইকের ব্যাটারি চার্জ করার সময় তিনি বিদ্যুতের তারে জড়িয়ে যান। এ সময় স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মৃত ঘোষণা করেন। সুন্দরবনটাইমস.কম/মো: মুজিবর রহমান/পাটকেলঘাটা/সাতক্ষীরা বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু সংবাদটি পড়া হয়েছে ২১৩ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় আন্তর্জাতিক নারী দিবসে ৩ ব্যক্তিকে সম্মাননা তালায় মুক্তিযুদ্ধ ও স্মার্ট বাংলাদেশ শীর্ষক উঠান বৈঠক