তালায় বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দুঃস্থ নারীদের সহায়তা প্রদান

প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২১ | আপডেট: ৫:৫৪:অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুননেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে রবিবার সকালে তালা উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা, দুঃস্থ নারীদের সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল-হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম তারেক সুলতান, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন, তালা প্রেসক্লাব সভাপতি প্রণব ঘোষ বাবলু তালা থানার এস.আই পীযূষ কান্তি ঘোষ প্রমুখ। আলোচনা শেষে ৭ জন দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন ও দুই জনকে ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অন্যদিকে রবিবার সকালে জাতীয় মহিলা সংস্থা তালা উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জাতীয় মহিলা সংস্থার তালা শাখার কার্যালয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার তালা উপজেলার চেয়ারম্যান প্রভাষক সুতপা রাহা, উপজেলা মহিলা সংস্থা কমিটির সদস্য সহকারী অধ্যাপক মঞ্জুয়ারা খাতুন, গুলশান আরা খাতুন, সন্ধ্যা রাণী ঘোষ, তথ্য আপা প্রকল্পের কর্মকর্তা কর্মচারী, জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা ও কর্মচারী, দর্জি বিজ্ঞান প্রকল্পের প্রশিক্ষণার্থীসহ স্থানীয় মহিলা নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় মহিলা সংস্থার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসান।


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। তালা, সাতক্ষীরা