তালায় বঙ্গবন্ধু পুত্র বীরমুক্তিযোদ্ধা শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালন

প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২১ | আপডেট: ১১:৩৭:অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২১
তালায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীরমুক্তিযোদ্ধা, ক্রীড়া সংগঠক, শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী নানা কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে।
 
বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে স্থানীয় ডাক বাংলো চত্বরে উপজেলা আওয়ামীলীগর সভাপতি শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ কামাল (শুভ্র)।
 
উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, জেলা আ’লীগ উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা মোড়ল আব্দুর রশিদ, উপজেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ জুনায়েদ আকবর, অধ্যাপক সুভাষ সেন, ভাইস চেয়ারম্যান (মহিলা) মুর্শিদা পারভীন পাঁপড়ি, সাহাবুদ্দিন বিশ্বাস, আবুল কালাম আজাদ সহ  উপজেলা আওয়ামীলীগ ও ইউনিয়ন কমিটির সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
এদিকে উপজেলা প্রশাসনের উদ্যেগে উপজেলা নির্বাহী অফিসার তারিফ-উল হাসানের সভাপতিত্বে আলোচনা শেষে সাতক্ষীরা জেলা প্রশাসকের পক্ষ থেকে তিন জন ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠককে সম্মানী স্মারক ক্রেস্ট প্রদান, উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এক কৃতি শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তির এক কালিন ৫ হাজার টাকা নগদ প্রদানসহ মাসিক এক হাজার টাকা আর্থিক অনুদানের ঘোষনা দেওয়া হয়। এছাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এবং উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড পৃথক পৃথক ভাবে জন্মদিন পালন করেছেন।

আপনার মতামত লিখুন :

এম.এ মান্নান। নিজস্ব প্রতিবেদক। তালা, সাতক্ষীরা