তালায় প্রতিবন্ধী পরিবারের বসতবাড়ি ভাংচুর, হুমকি প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২০ | আপডেট: ১:১৬:অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২০ তালায় মানসিক প্রতিবন্ধী আব্দুল আলী মোড়লের বসতভিটা জোরপূর্বক ভাংচুর করে তার আপন ভাই। ইনসেটে: ভুক্তভোগী আব্দুল আলী। তালা উপজেলার পল্লীতে মানসিক প্রতিবন্ধী আব্দুল আলী মোড়লের বসতভিটা জোরপূর্বক ভাংচুর করে ক্ষতিসাধন করার অভিযোগ উঠেছে আপন ভাই লুৎফর মোড়লের বিরুদ্ধে। এ ঘটনায় থানার অভিযোগ দায়ের করেছেন প্রতিবন্ধী আব্দুল আলী মোড়লের স্ত্রী মোছাঃ রুপিয়া বেগম। অভিযোগ সুত্রে জানা যায়, তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের মাছিয়াড়া গ্রামের মৃত: আইজুদ্দীন মোড়লের বড় পুত্র প্রতিবন্ধী আব্দুল আলীর সাথে আপন ভাই লুৎফর মোড়লে বসতভিটা ভিটা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। সম্প্রতি বসতভিটার জমির সীমান নির্ধারণ করা হলে লুৎফর মোড়লের ঘর আব্দুল আলী মোড়লের সীমানার মধ্যে পড়ে। গত ২৬ অক্টোবার বিকালে উক্ত ঘর লুৎফর মোড়ল, তার স্ত্রী ফিরোজা বেগম ও পুত্র ফরিদ মোড়ল তাদের ঘর ভাঙ্গতে শুরু করে। এ সময় আব্দুল আলী মোড়লের স্ত্রী রুপিয়া বেগম নিষেধ করলে তারা আব্দুল আলী মোড়লের বসত ভিটার একটি দেয়াল ও ছাদের কিছু অংশ ভেঙ্গে ফেলে। এসে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় তারা প্রতিবন্ধী আব্দুল আলী মোড়লের পুত্র হাসিবুল মোড়ল ও রাকিবুল মোড়লকে বেধড়ক মারপিট ও অকথ্য ভাষায় গালিগালাজ করে। এমনকি তারা তাদেরকে বসতভিটা থেকে উচ্ছেদ করার হুমকিও প্রদান করে। আব্দুল আলী মোড়লের স্ত্রী রুপিয়া বেগম জানান, তার স্বামী আব্দুল আলী মোড়লের দীর্ঘ ৭ বছর সেনাবাহিনীতে চাকুরী করার পরে হঠাৎ করে মানসিকভাবে প্রতিবন্ধী হয়ে পড়েন। তিনি হাটা-বাজারসহ বিভিন্ন জায়গায় ভবঘুরের মতো বেড়ায়। এই সুযোগে ভাসুর লুৎফর মোড়ল বিভিন্নভাবে আমাদের বসতভিটা দখল করার পায়তারা চালিয়ে আসছে। সম্প্রতি বসতঘরে জমি নিয়ে তারা আমার ২ ছেলে হাসিবুল মোড়ল ও রাকিবুল মোড়লকে মারপিট করে ও প্রাণ নাশের হুমকি প্রদর্শন করে। এ বিষয়ে লুৎফর মোড়ল তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আমার সাথে তাদের বসতভিটা নিয়ে ঝামেলা আছে। তবে আমরা তাদেরকে কোন মারপিট করিনি, তাদের ঘরও ভাংচুর করিনি। তালার খলিলনগর পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই রাজিব আলী জানান, তালা থানার অফিসার ইনচার্জ বরাবর ভুক্তভোগীরা একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি সরজমিনে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। সংবাদটি পড়া হয়েছে ৩৭৫ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যের বিকল্প নেই: তালায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী তমা তালায় আন্তর্জাতিক নারী দিবসে ৩ ব্যক্তিকে সম্মাননা