তালায় নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা

প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২০ | আপডেট: ৯:২৬:অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২০
তালায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে শাহাপুর ব্র্যাক অফিসের সামনে র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত।

তালায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২০ উপলক্ষ্যে র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে তালা উপজেলার শাহাপুর ব্র্যাক অফিসের সামনে ভায়ড়া, শাহাপুর, খানপুর, জেয়ালা, জেয়ালা নলতা, আটারই ও আলাদীপুর পল্লী সমাজের আয়োজনে উক্ত র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

র‌্যালি ও মানববন্ধন শেষে শাহাপুর ব্র্যাক কার্যালয়ে এরিয়া ম্যানেজার শহিদুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর পিওসিইপি মোরশেদা রহমানের পরিচালনায় সভায় ব্র্যাকের প্রগতি প্রোগ্রামের এরিয়া ম্যানেজার আহাদ চৌধুরী, ইউপিজি ম্যানেজার পবিত্র কুমার গাইন, সিনিয়র এইচআরএলএস মোঃ নাজির হোসেন, ভায়ড়া পল্লী সমাজের সভা মমতাজ বেগম, শাহাপুর পল্লী সমাজের সভা প্রধান নিলুফা বেগম, খানপুর পল্লী সমাজের সভা প্রধান শিখা রানী দাস, জেয়ালা পল্লী সমাজের সভা প্রধান সালমা বেগম, জেয়ালা নলতা পল্লী সমাজের সভা প্রধান সুফিয়া বেগম, আটারই পল্লী সমাজের সভা প্রধান ছালমা খাতুন, আলাদীপুর পল্লী সমাজের সভা প্রধান হোসেনেয়ারা বেগমসহ ৭টি পল্লী সমাজের শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। তালা, সাতক্ষীরা