তালায় ট্রাক-পিকআপের সংঘর্ষ, নিহত ২, আহত ১৫ প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২১ | আপডেট: ২:৩৬:অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২১ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালার শুভাষিনী এলাকায় ট্রাক-পিকআপের সংঘর্ষে ২ জন ভাটা শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫জন। শনিবার ভোর রাতে এঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন কালিগঞ্জ উপজেলার জাফরপুর গ্রামের শফিকুল ইসলাম (৪৫) ও একই গ্রামের মুন্না (২৫)। তালা থানার ওসি মেহেদী রাসেল জানান, কালিগঞ্জ উপজেলার শতাধিক শ্রমিক শরিয়তপুরের বিভিন্ন ইটভাটায় কাজ করতেন। রাতে তাদের অনেকেই পিকআপে বাড়ি ফিরছিলেন। তালা থানার শুভাষিণী এলাকায় তাদের পিকআপ পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মুন্না ও শফিকুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন। এছাড়া আহত হন কমপক্ষে ১৫ জন ভাটা শ্রমিক। হাইওয়ে পুলিশ তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার জন্য পাঠিয়েছে বলে জানান ওসি। সংবাদটি পড়া হয়েছে ৮৪৯ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় আন্তর্জাতিক নারী দিবসে ৩ ব্যক্তিকে সম্মাননা তালায় মুক্তিযুদ্ধ ও স্মার্ট বাংলাদেশ শীর্ষক উঠান বৈঠক