তালায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হেলপার নিহত প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২১ | আপডেট: ৩:২৮:অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২১ সাতক্ষীরার তালা উপজেলায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ট্রাকের হেলপার সালাম সরদার (৪০) নিহত হয়েছেন। তিনি পাটকেলঘাটা থানার যুগিপুকরিয়া গ্রামের মৃত্যু আব্দুর রহিম সরদারের ছেলে। মঙ্গলবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তালা উপজেলার মদনপুর সতীরবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অর্ঘ্য দেবনাথ জানান, সাতক্ষীরা থেকে খুলনাগামী ট্রাক উল্টে ঘটনাস্থলে চাকায় পিষ্ট হয়ে ট্রাকের হেলপারের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। চুকনগর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মগে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এসজি/ডেক্স সংবাদটি পড়া হয়েছে ৬০১ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যের বিকল্প নেই: তালায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী তমা তালায় আন্তর্জাতিক নারী দিবসে ৩ ব্যক্তিকে সম্মাননা