তালায় ঝুলন্ত লাশ উদ্ধার প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, জুন ১৩, ২০২১ | আপডেট: ৭:১৬:অপরাহ্ণ, জুন ১৩, ২০২১ সাতক্ষীরা তালায় আজগার আলী মোড়ল (৬২) নামের এক ব্যক্তির গলায় গামছা পেচানো অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার মাগুরা ইউনিয়নের বলরামপুর গ্রামের মৃতঃ আফছার আলী মোড়লের ছেলে। রোববার (১৩ জুন) ভোরে বাড়ির পাশের একটি আম গাছের গলায় গামছা পেচানো অবস্থায় ঝুলন্ত লাশটি দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। তবে, নিহতের পারিবারের পক্ষ থেকে দাবী করা হয় রোগ যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন। নিহতের ভাই সামছুর মোড়ল জানান, তার ভাই দীর্ঘদিন পেটের ব্যথাসহ বিভিন্ন রোগে ভুগছিল। রোগ যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী রাসেল লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সংবাদটি পড়া হয়েছে ৪৩৬ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যের বিকল্প নেই: তালায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী তমা তালায় আন্তর্জাতিক নারী দিবসে ৩ ব্যক্তিকে সম্মাননা