তালায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২০ | আপডেট: ৮:৪৮:অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২০ “ উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি” এই প্রতিপাদ্য সামনে রেখে তালায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রবিবার (২৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। এসকেএস কর্মকর্তা তুষার পারভেজেরে পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ী ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আমিনুল ইসলাম। এ সময় সরকারী কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ বে-সরকারী সংস্থা ব্র্যাক, এসকেএস ও মহান্দী বিডি-৩১২ এমডিবিএসইউপি’র কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার আগে তালা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক উপজেলা পরিষদ চত্বরে স্থাপনকৃত হাতধোয়ার স্টান্ডে অনুষ্ঠানে আগত সকলে হাত ধৌত করেন। সংবাদটি পড়া হয়েছে ৩১৮ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যের বিকল্প নেই: তালায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী তমা তালায় আন্তর্জাতিক নারী দিবসে ৩ ব্যক্তিকে সম্মাননা