তালায় ছাত্রলীগ সেক্রেটারি সুমনের ব্যক্তিগত উদ্যোগে নিয়মিত ত্রাণ সহায়তা অব্যাহত প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২০ | আপডেট: ৯:০০:অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২০ নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলার তালা উপজেলার বিভিন্ন ইউনিয়নে রাতের আঁধারে বাড়ি বাড়ি গিয়ে দিনমজুর, গরিব ও খেটে খাওয়া মানুষকে ত্রাণ সহায়তা দেয়া অব্যাহত রেখেছেন তালা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মশিউর আলম সুমন। করোনা ভাইরাসের কারনে কর্মক্ষম হয়ে পড়া এসব মানুষের কল্যাণে নিজ উদ্যোগে ত্রাণ সহায়তা শুরু করেছে ৩ এপ্রিল থেকে। ইতিমধ্যে কয়েকশত পরিবারকে তালা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মশিউর আলম সুমন পাটকেলঘাটা ও তালার যুগীপুকুরিয়া, বড়বিলা, কাশিপুর, খোর্দ্দ, সরুলিয়া, পাটকেলঘাটা সদর, তেঁতুলিয়া সহ বিভিন্ন এলাকায় এ ত্রাণ সহায়তা প্রদান করেছেন। তালা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মশিউর আলম সুমন জানান, বর্তমান প্রেক্ষাপটে মানবিক দৃষ্টিকোণ থেকে আমার নিজের সাধ্যমত মানুষকে সহায়তা করার চেষ্টা করছি। আমি ২ হাজার পরিবারকে আমার এ ত্রাণ সহায়তা প্রদান করবো বলে আশাকরি। খাদ্য সহায়তার মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল ও সাবান। সুন্দরবনটাইমস.কম/জাবের হোসেন/ডেক্স তালা উপজেলা ছাত্রলীগ সংবাদটি পড়া হয়েছে ৪০৩ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যের বিকল্প নেই: তালায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী তমা তালায় আন্তর্জাতিক নারী দিবসে ৩ ব্যক্তিকে সম্মাননা