তালায় ঘুর্নিঝড় ইয়াসের প্রভাবে টিআরএম বাঁধ ভেঙ্গে লোকালয়ে পানি প্রবেশ

প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, মে ২৬, ২০২১ | আপডেট: ৯:০০:অপরাহ্ণ, মে ২৬, ২০২১

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সাতক্ষীরার তালায় অস্বাভাবিক  ভাবে বৃদ্ধি পেয়েছে কপোতাক্ষ নদের পানি। বুধবার দুপুরে জোয়ারের পানিতে তালা উপজেলার বালিয়ায় টিআরএম বাঁধ ভেঙ্গে লোকালয়ে পানি প্রবেশ করে প্লাবিত হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ-উল- হাসান, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল ক্ষতি গ্রস্থ বাঁধ পরিদর্শনে যান। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা পানি উন্নয়ন বোর্ডকে দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

 

খেশরা ইউনিয়নের চেয়ারম্যান রাজিবুল ইসলাম রাজু জানান, বুধবার দুপুরে জোয়ারের পানিতে বালিয়া বেইলী ব্রীজের ভেড়ী বাঁধ ভেঙ্গে গ্রাম প্লাবিত হয়। অনেক বাড়ির আঙ্গিনা প্লাবিত হয়েছে। এলাকার সাধারণ মানুষের সহায়তায় বাঁধটি মেরামতের জন্য কাজ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

এম.এ মান্নান। নিজস্ব প্রতিবেদক। তালা, সাতক্ষীরা