তালায় করোনায় মৃত্যু যুবকের দাফন সম্পন্ন প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, জুন ১৬, ২০২১ | আপডেট: ৭:০০:অপরাহ্ণ, জুন ১৬, ২০২১ তালায় করোনায় আক্রান্ত মৃত্যু যুবক জাহাঙ্গীর হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (১৬ জুন) সকালে উপজেলার খলিলনগর ইউনিয়নের নলতা গ্রামে তাঁর জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মঙ্গলবার বিকালে করোনা আক্রান্ত হয়ে মোঃ জাহাঙ্গীর হোসেন (৩০) বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি উত্তর নলতা গ্রামের ছমির মোড়লের ছেলে। তিনি বগুড়ায় ব্র্যাক ব্যাংকে কমর্রত ছিলেন। নিহত জাহাঙ্গীর হোসেনের চাচা সাংবাদিক শফিকুল ইসলাম জানান, সর্বশেষ ঈদের ছুটিতে জাহাঙ্গীর বাড়িতে বেড়াতে এসেছিলেন। কর্মস্থলে ফিরে গত এক সপ্তাহ আগে করোনা সংক্রমিত হয়ে বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৫ জুন) বিকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বুধবার সকালে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সংবাদটি পড়া হয়েছে ৪১০ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যের বিকল্প নেই: তালায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী তমা তালায় আন্তর্জাতিক নারী দিবসে ৩ ব্যক্তিকে সম্মাননা