তালায় একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রহিম আটক

প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২১ | আপডেট: ২:২৬:অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২১

সাতক্ষীরার তালা থানা পুলিশ একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মোঃ আব্দুর রহিম (৫০) কে আটক করেছে। সে উপজেলার তেঁতুলিয়া গ্রামের মৃতঃ শওকত মোড়লের পুত্র। আটককৃত রহিম সেনাবাহিনীর অফিসার পরিচয় দিয়ে এলাকার মানুষের সাথে প্রতারণা ও অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে একাধিকবার পুলিশের হাতে আটক হয়। এলাকায় তার বিরুদ্ধে রয়েছে নানান অভিযোগ।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

থানা পুলিশ সূত্রে জানা গেছে, তালা থানার ওসির নেতৃত্বে এএসআই মোঃ শামীম হোসেন ও সংগীয় ফোর্সসহ শনিবার (১৭ এপ্রিল) ভোররাতে এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আব্দুর রহিমকে আটক করে। সে দু’টি জিআর মামলায় ওয়ারেন্টভূক্ত আসামী। আব্দুর রহিম দীর্ঘদিন পলাতক ছিলো।

তালা থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী রাসেল আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার সকালে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। তালা, সাতক্ষীরা