তালায় ‘আমরাবন্ধু’ সংগঠনের উপহার পেলো শিশু সুরাইয়া প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২১ | আপডেট: ৮:০১:অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২১ তালায় প্রতিবন্ধি শিশু সুরাইয়া ইয়াসমিনকে হুইলচেয়ার উপহার দিলো আমরাবন্ধু ফাউন্ডেশন। শুক্রবার (৬ আগষ্ট) সকালে আমরাবন্ধু সংগঠনের তালা উপজেলা টিমের সদস্যরা শিশু সুরাইয়া ইয়াসমিনের মা আঞ্জুয়ারা বেগমের কাছে এ উপহার হস্তান্তর করেন। সুরাইয়া তালার হাজরাকাটি গ্রামের সাজ্জাত হোসেনের মেয়ে। এছাড়া ঐ পরিবারকে করোনা সুরক্ষা সামগ্রী মাস্ক, স্যাভলন, সাবানও উপহার দেওয়া হয়। আমরাবন্ধু সংগঠনের তালা উপজেলা টিমের সদস্য সরদার সাব্বির হোসেন, রাশীদ্দুজামান রাজা, সরদার ওয়াছিফ আহমেদ জিসান, আব্দুল¬াহ আল-যোবায়ের প্রান্ত, তাপস সরকার,অনামিকা ঘোষ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। সুরাইয়া নিজে চলাচল না করতে পারলেও সে স্বাভাবিকভাবে কথা বলতে পারে। হুইল চেয়ার উপহার পেয়ে সুরাইয়া বলে, “এ গাড়ি চড়ে আমি স্কুলে যাবো। আব্বুর সাথে ঘুরতে যাবো।” সুরাইয়ার মা আঞ্জুয়ারা বেগম জানান, “স্কুল খুললে আমাকে আর কষ্ট করে সুরাইয়াকে কোল নিয়ে স্কুলে যেতে হবে না।” এ সময় তিনি উপহারের জন্য আমরাবন্ধু ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান। সংবাদটি পড়া হয়েছে ১৪০ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যের বিকল্প নেই: তালায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী তমা তালায় আন্তর্জাতিক নারী দিবসে ৩ ব্যক্তিকে সম্মাননা