তালায় আইন-শৃঙ্খলা সমুন্নত রাখার উপর ব্যবসায়ীদের সাথে থানা পুলিশের মতবিনিময় প্রকাশিত: ১২:৩৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২১ | আপডেট: ১২:৩৯:পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২১ তালা বাজারের ব্যবসায়ীদের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন অফিসার ইনচার্জ(ওসি) মো: মেহেদী রাসেল। আইন-শৃঙ্খলা সমুন্নত রাখার উপর গুরুত্বারোপ করে তালা বাজারের ব্যবসায়ীদের সাথে মতবিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে তালা থানা পুলিশের উদ্যোগে। বুধবার (৩ ফেব্রুয়ারী) বিকাল ৪টায় তালা ডাকবাংলা চত্বরে বাজারের সকল ব্যবসায়ী ও ব্যবসায়ী নেতৃবন্দদের অংশগ্রহনে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন, তালা বাজার বনিক সমিতির সভাপতি সৈয়দ জুনায়েদ আকবর। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, তালা থানার ওসি মো. মেহেদী রাসেল। বিশেষ অতিথির বক্তৃতা করেন, তালা থানার ওসি (তদন্ত) মো. আবুল কালাম আজাদ, তালা বাজার বনিক সমিতির সাবেক সভাপতি ও জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, তালা থানার এস.আই প্রীতিশ রায়। সভায় অন্যান্যের মধ্যে তালা বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক সূর্য্যকান্ত পাল, জাতীয় পার্টির নেতা হাবিবুর রহমান হাবিব, তালা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক বি. এম. জুলফিকার রায়হান, বনিত সমিতির সহ-সম্পাদক কাজী লিয়াকত হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন ফটিক, ব্যবসায়ী সৈয়দ বাচ্চু, বাবলুর রহমান, শেখ হাশেম আলী, সুদাম আঢ্য, সাইদুর রহমান ও প্রদীপ সাধু প্রমুখ। সভায় বাজারের আইন-শৃঙ্খলা সমুন্ন রাখতে নৈশ প্রহরী বৃদ্ধি, বাজারে আলোক ও সিসি ক্যামেরা বৃদ্ধি, বাজারের পরিস্কার-পরিচ্ছন্নতা বৃদ্ধি, ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা সৃষ্টি এবং সকল ব্যবসায়ীদের মাসিক চাঁদা প্রদান নিয়োমিত করন সহ নানান গুরুত্বপূর্ন বিষয়ে আলোচনা হয়। সংবাদটি পড়া হয়েছে ২২৮ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যের বিকল্প নেই: তালায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী তমা তালায় আন্তর্জাতিক নারী দিবসে ৩ ব্যক্তিকে সম্মাননা