তালার সুভাষিনী হাজী মেহেরুল্লাহ ফাজিল মাদ্রাসার সাফল্য প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০১৯ | আপডেট: ৫:৫০:অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০১৯ তালা(সাতক্ষীরা) সংবাদদাতা: ২০১৮ শিক্ষাবর্ষে ইবতেদায়ী পঞ্চম ও জেডিসি সমাপনী পরীক্ষায় সাতক্ষীরা তালা উপজেলার সুভাষিনী হাজী মেহেরুল্লাহ ফাজিল(ডিগ্রী) মাদ্রাসা থেকে ৫ জন বৃত্তি লাভ করেছে। কে এম তানজিম আহমদ ইবতেদায়ী পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে এবং নাহিদ হাসান ও রোকেয়া সুলতানা সাধারন বিৃত্তি লাভ করেছে। জেডিসিতে ট্যালেন্টপুলে কবিরুল ইসলাম এবং সাধারন বৃত্তি পেয়েছে এস এম জাকির হোসেন। সফলতার জন্য মাদরাসার অধ্যক্ষ মো: আলী হায়দার, উপাধ্যক্ষ মো: জহুরুল ইসলাম সহ সকল শিক্ষকদের অভিনন্দন জানিয়েছেন মাদরাসাহ পরিচালনা পর্ষদের সভাপতি, সদস্য ও অভিভাবকগন। y.s/tala/5.45 pm ইবতেদায়ী বৃত্তিজেডিসি বৃত্তিতালায় বৃত্তি লাভ সংবাদটি পড়া হয়েছে ৯৬২ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যের বিকল্প নেই: তালায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী তমা তালায় আন্তর্জাতিক নারী দিবসে ৩ ব্যক্তিকে সম্মাননা