তালার সদর ইউনিয়নে দলিত কিশোরীদের গার্লস ক্লাব গঠন প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২০ | আপডেট: ৯:২৪:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২০ দলিত কিশোরীদের সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে তালায় গার্লস ক্লাব গঠন করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা দলিত ইম্পাওয়ারমেন্ট ফাউন্ডেশন (ডিইএফ) ও উন্নয়ন সহযোগী মানুষের জন্য ফাউন্ডেশন’র যৌথ উদ্যোগে এ উপলক্ষ্যে এক সভা রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ৩টায় তালা সদর ইউনিয়নের খানপুর টিউশন প্রোগ্রাম স্কুলে অনুষ্ঠিত হয়। ডিইএফ’র ফিল্ড ফ্যসিলিটেটর বাহারুল ইসলামের পরিচালনায় প্রোগ্রাম সমন¦য়কারী ফারজানা কবির উক্ত সভায় কার্যক্রম সম্পর্কে অবগত করেন। সভায় ৩৩ জন দলিত কিশোরী প্রতিনিধির অংশগ্রহনে সিগ্ধা দাস টিম লিডার, মারিয়া আক্তার শারমিন, ঐশি দাস ও মার্থা সরকারকে কো-টিম লিডার হিসেবে নির্বাচিত করে ৩০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। পরে, বিনোদনের জন্য কিশোরীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। উল্লেখ্য, তালা উপজেলার তালা সদর, তেঁতুলিয়া ও খলিলনগর ইউনিয়নে ডিইএফ’র উদ্যোগে “পাওয়ার” প্রোগ্রাম বাস্তবায়িত হচ্ছে। কিশোরীদের মনোনয়নের বিকাশ করা, বাল্যবিবাহ প্রতিরোধ, সহিংসতা রোধ , স্বাস্থ্যসেবা বিষয়ে সচেতন করা ও মানবাধীকার বিষয়ক কর্মকান্ড সম্পাদনের উদ্দেশ্য নিয়ে উক্ত ক্লাব গঠন করা হয়েছে। সংবাদটি পড়া হয়েছে ২৮০ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যের বিকল্প নেই: তালায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী তমা তালায় আন্তর্জাতিক নারী দিবসে ৩ ব্যক্তিকে সম্মাননা