তালার জেঠুয়া বাজারের পেরিফেরীভূক্ত রাস্তায় বহুতল মার্কেট নির্মাণ

প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৯ | আপডেট: ৭:৫০:অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, তালা:
তালার গুরুত্বপূর্ণ জেঠুয়া হাটের ব্যস্ততম সড়কের মধ্যবর্তীস্থানের পেরিফেরীয়াল সম্পত্তির মাত্র ১ শতাংশ জায়গার ১ সনা বন্দোবস্ত নিয়ে অধিক সম্পত্তির উপর গড়ে উঠেছে সুরম্য আলীসান বহুতল বাণিজ্য বিপণী (মার্কেট)। স্থানীয় জনৈক প্রভাবশালী সবুর শেখ (৩০) ক্ষুদ্র ব্যবসার কথা বলে বৈধ প্রক্রিয়ায় ঐ সম্পত্তির বন্দোবস্ত নিয়ে সেখানে গড়ে তুলছেন অবৈধ ভবন।
বাজারের গুরুত্বপূর্ণ তিন রাস্তার মোহনায় ত্রি-ভূজাকৃতির ব্যস্ততম মোড়ে কয়েক মাস আগে সংশ্লিষ্ট কতৃপক্ষকে ভূল বুঝিয়ে ১ শতাংশ জমির একসনা বন্দোবস্ত নেন উপজেলার ধুলন্ডা গ্রামের মৃত কওছার আলী শেখ’র ছেলে সবুর। স্থানীয়রা জানায়, এরআগে সেখানে ছোট একটা খুপড়িতে ক্ষুদ্র ব্যবসা করতেন তিনি। আর চারপাশ ঘিরে ছিল ক্ষুদ্র তেল,পানসহ অন্যান্য ব্যবসায়ীরা। রাতারাতি বন্দোবস্ত নিয়ে সেখানে আলিসান মার্কেট নির্মাণে উঠিয়ে দেয়া হয়েছে সেখানকার স্থায়ী ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ীদের। স্থান সংকটে তাদের অনেকেই আজ উদ্বাস্তু হয়েছে।


সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

এলাকাবাসী জানায়,চলতি বছরের জুন মাসের দিকে সবুর সেখানে আরসিসি পিলার দিয়ে ভবনের কার্যক্রম শুরু করলে স্থানীয়রা তাৎক্ষণিক বাঁধা দেয়। এরপর বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের পাশাপাশি ইউনিয়ন ভূমি কর্মকর্তা (ইউএলএও) পর্যন্ত গড়ালে সকলের উপস্থিতিতে সবুর ১ শতাংশ জমির বন্দোবস্ত গ্রহনের বৈধ কাগজ উপস্থাপন করলে জরিপপূর্বক নিয়ন্ত্রিত উপায়ে শুরু হয় ভবনের কাজ। তবে পেরিফেরীয়াল সম্পত্তির প্রধান শর্ত ভঙ্গ করে আরসিসি পিলারের ব্যাপারে কতৃপক্ষ কোন ভূমিকা নেয়নি। এরপর তিনি ফের বারান্দাসহ বাহ্যিক শ্রীবৃদ্ধি করতে ২ শতাংশেরও বেশী জায়গা দখল করে নীচ তলায় ৪ টি রুম করে ভবন নির্মাণ করছিলেন। তবে সংশ্লিষ্ঠ প্রশাসনের চোখে ধুলো দিয়ে মাত্র কয়েক দিনের মধ্যেই তিনি ভবনটির দ্বিতীয় তলার নক্সাসহ যাবতীয় কাজ সম্পন্ন করে শুধুমাত্র দ্বিতীয় তলার ছাদ না দিয়ে তৃতীয় তলায় টিন সেডের চাল দিয়ে সম্পন্ন করে। অন্যদিকে বাইরের বারান্দার জন্য উপরে জিআই শিডের এ্যাঙ্গেল দিয়ে চাল বর্ধিত ও নীচে বারান্দার কাজ সম্পন্ন করে। এমন পরিস্থিতিতে স্থানীয়রা বাঁধা দিলেও কারো কোন কথায় কর্ণপাত না করলে স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে সচেতনবাসীর পক্ষে সাবেক ইউপি সদস্য স.ম আহাদ লিখিতভাবে বিষয়টি তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর মঙ্গলবার (১০ ডিসেম্বর) একটি অভিযোগ করেছেন। এর আগে একই দিন সকালে স্থানীয় জালালপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা (ইউএলএও) একরামুল ইসলাম খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভবনের বাড়তি বারান্দা ভেঙ্গে দিয়েছেন।


এলাকাবাসীর দাবি,স্থানীয় কতিপয় প্রভাবশালীদের ম্যানেজ করে পুরো প্রক্রিয়া সম্পন্ন করে ১ শতাংশ জমির বৈধ বন্দোবস্ত নিয়ে দ্বিগুণেরও বেশী সম্পত্তি দখল করে অবৈধ ভবন নির্মাাণ করছেন। সূত্রের দাবী,যেকোন সময় সংশ্লিষ্ট প্রভাবশালী মহলের পেটোয়া বাহিনীর সম্পৃক্ততায় তারা ফের সেখানে বরান্দা নির্মাণ থেকে শুরু করে বহুতল ভভনের কার্যক্রম ত¦রান্বিত করতে পারেন।
এদিকে গুরুত্বপূর্ণ মফস্বল হাট-বাজারের ব্যস্ততম তিন রাস্তা মোড়ের জায়গায় বন্দোবস্ত নিয়ে ভবন নির্মাণ করায় পথচারীদের নির্বিঘেœ পথচলাচলে প্রতিবন্ধকতার পাশাপাশি সেখানকার দীর্ঘ দিনের ভাসমান ক্ষুদ্রব্যবসায়ীরা রীতিমত উদ্বাস্তু হয়ে পড়েছেন।


এব্যাপারে তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খন্দকার রবিউল ইসলামের নিকট জানতে চাইলে তিনি অভিযোগ প্রাপ্তির বিষয়টি স্বীকার করে বলেন,বিষয়টি তদন্তপূর্বক যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

 

 

সুন্দরবনটাইমস.কম/সেলিম হায়দার/তালা/সাতক্ষীরা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক