তালার ইসলামকাটি ইউনিয়নে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০১৯ | আপডেট: ৯:৩১:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০১৯ এম,এ,মান্নান, তালা: সাতক্ষীরা জেলাকে পরিস্কার-পরিচ্ছন্ন করে গড়ে তোলার লক্ষ্যে জেলা প্রশাসক এস.এম. মোস্তফা কামাল’র গৃহিত “ক্লিন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরা” কর্মসূচী বাস্তবায়নে কাজ শুরু করেছে তালা উপজেলার ৭নং ইসলামকাটি ইউনিয়ন পরিষদ। ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক সুভাষ চন্দ্র সেন’র নেতৃত্বে শুক্রবার সকাল থেকে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়। ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক সুভাষ চন্দ্র সেন জানান, সাতক্ষীরা জেলা প্রশাসকের নির্দেশনায় ও উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে শুক্রবার সকাল ৮টা থেেেক বেলা ১২টা পর্যন্ত গোপালপুর ইকো পার্ক, ইউনিয়ন পরিষদ এলাকা ও তালা পাটকেলঘাটা সড়কের দু’ধারে গোপালপুর থেকে ঘোনা পর্যন্ত পরিস্কার-পরিচ্ছন্ন করা হয়। এছাড়া মশা নিধনের লক্ষ্যে পরিস্কার করা এলাকায় ওষুধ প্রয়োগ করা হয়। এসময় প্যানেল চেয়ারম্যান সঞ্জয় কুমার দে, ইউপি সদস্য মো. এজাহার আলী, আব্দুল হাকিম, আশুরা করিম, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সরদার মনিরুল ইসলাম, যুব নেতা আতাউর রহমান ও বিল্লাল হোসেন সহ গ্রাম পুলিশের সকল সদস্য এবং ন্যাশনাল সার্ভিসে অত্র ইউনিয়নে কর্মরত সকল সদস্যরা উপস্থিত ছিলেন। পরিস্কার-পরিচ্ছন্নতার এই কর্মসূচী পর্যায়ক্রমে ইউনিয়নের সকল গ্রামে বাস্তবায়ন করা হবে এবং সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম. মোস্তফা কামাল’র নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে প্রচার-প্রচারনা চালানো হবে বলে ইউপি চেয়ারম্যান সুভাষ সেন জানান। সুন্দরবনটাইমস.কম/এমএ মান্নান/তালা ইসলামকাটি ইউনিয়নে পরিস্কার পরিচ্ছন্নতা সংবাদটি ৩৯৪ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত