ডুমুরিয়ায় পানিতে ডুবে আপন চাচাতো ভাইবোনের মৃত্যু প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২১ | আপডেট: ১২:০৮:অপরাহ্ণ, জুলাই ২২, ২০২১ প্রতিকী ছবি খুলনার ডুমুরিয়ায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের মাদ্রাসা পড়ুয়া দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার(২১জুলাই) বিকেলে আরাজি ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, জেলার সদর ইউনিয়নের আরাজি ডুমুরিয়া গ্রামের মফিজুল শেখের ছেলে সাজিয়াড়া সামছুল উলুম মদ্রাসায় পড়ুয়া ছাত্র মাহিম(১০) ও সিরাজুল শেখের মেয়ে ও সাজিয়াড়া মহিলা মাদ্রাসায় পড়ুয়া ছাত্রী তাহা(৭) বিকেলে বাড়ির পাশে মসজিদের পুকুরে গোসল যায়। পরে পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে। নিহত দুই শিশু আপন চাচাতো ভাইবোন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সংবাদটি ২৯৯ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন ডুমুরিয়ায় এক গৃহবধূর আত্মহত্যা ডুমুরিয়ায় দুর্গা পূজা উদযাপনে থানা পুলিশের মতবিনিময়