ডুমুরিয়ায় নিরাপদ সড়ক দিবস পালিত প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২১ | আপডেট: ৭:২৪:অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২১ ২২ অক্টোবর সকাল ১০টায় ডুমুরিয়া বাসস্ট্যান্ড চত্ত্বরে থানা প্রশাসন, ফায়ার সার্ভিস স্টেশন অফিস, খর্নিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ি, জেলা ট্রাফিক পুলিশের সদস্য এবং নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে আহ্বায়ক খান মহিদুল ইসলামের সভাপতিত্বে র্যালী, আলোচনা সভা ও মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান, খর্নিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ মেহেদি হাসান, জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট, ফায়ার সার্ভিস ডুমুরিয়া স্টেশন অফিসার শরিফুল ইসলাম, নিসচা উপদেষ্টা নুরুল ইসলাম খান, আহ্বায়ক খান মহিদুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক গাজী আব্দুল আজিজ, সদস্য সচীব মাসুম গাজী, কার্যকারী সদস্য শাহেদ শরীফ রায়হান বাবু, নাজমুল হোসেন বিশ্বাস বকুল, সবুজ দাস, খান আরিফুজ্জামান নয়ন, এস,কে বাপ্পী নজরুল গোলদার, মিলন মোড়ল, জুয়েল বিশ্বাস, সোহেল গাজী, নাসিম গাজী, আব্দুর রহমান, মুজাহিদুল ইসলাম সেতু, সরদার শরিফুল ইসলাম, আফজাল হোসেন। এসময় বক্তারা জাহানারা কাঞ্চনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবারের সড়ক দিবসের প্রতিপাদ্য বিষয় গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি স্লোগানকে সামনে রেখে বলেন, নিরাপদ সড়ক চাই এখন সময়ের দাবি। কেউ সড়কে মৃত্যু চাইনা, শান্তি চাই। নিরাপদ সড়ক চাইনিসচা সংবাদটি ৪১৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন ডুমুরিয়ায় এক গৃহবধূর আত্মহত্যা ডুমুরিয়ায় দুর্গা পূজা উদযাপনে থানা পুলিশের মতবিনিময়