ডুমুরিয়ায় অসময়ে মৎস্য ঘেরের ভেড়িতে বাঁধের উপর ঝুলন্ত তরমুজের চাষ প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২১ | আপডেট: ১:৫৮:অপরাহ্ণ, আগস্ট ২, ২০২১ অসময়ের বৃষ্টি ভরা মৌসুমে মৎস্য ঘেরের ভেড়ি বাঁধের উপর ঝুলন্ত তরমুজ চাষে খুলনার ডুমুরিয়া উপজেলার উখড়া গ্রামের আবু বক্কার সরদার(৬০) এ বছর দারুণ সফল হয়েছেন। কয়েকদিন আগে তার বড় বড় তরমুজ গুলো ডুমুরিয়ার কাঁচা তরকারির আড়তে অসংখ্য মানুষের নজর কেড়েছে। উপজেলা সদরের কাছাকাছি খর্ণিয়া ইউনিয়নের উখড়া বিলে দীর্ঘদিনের সবজি চাষি আবু বক্কার সরদারের সঙ্গে কথা বলে জানা গেছে, অন্যান্য সবজি থেকে বেশি লাভের আশায় গত বছর নিজের চিংড়ি ঘেরের আইলে তরমুজ চাষ শুরু করেন। ওই বছরই ৪৫ হাজার টাকা খরচ করে প্রায় ২ লাখ টাকা বিক্রি করেন। ওই লাভ দেখে চাষি বক্কার এ বছর বৈশাখ মাস থেকে তার ৬ বিঘা’র চিংড়ি ঘেরের আইলে তরমুজ চাষের উপযোগী করে বীজ রোপন করেন। বীজ লাগানোর ১ মাস পর থেকে চারা মাচায় ওঠে। এর কিছুদিন পর থেকে ফুল-ফল দেখা দেয়। তবে ৩ মাসের মাথায় এসে গত ২৭ জুলাই,(বাংলা ১২ শ্রাবন) তিনি ১’শ ২২ টি বড় বড় তরমুজ ডুমুরিয়ার সবজি আড়তে বিক্রির জন্য নিয়ে আসেন। ওই দিন খুলনা থেকে আসা বেপারিরা গড়ে ৫ কেজি ওজনের তরমুজগুলো ৪০ টাকা কেজি দরে মোট ২২ হাজার টাকায় কিনে নিয়ে গেছে। তবে আড়তে ওঠা তরমুজগুলো দেখে ক্রেতাদের থেকে অন্যান্য সবজি চাষি-বিক্রেতা ও সাধারণ দর্শকরাই বেশি উৎসাহ দেখায়। আর চাষি বক্কার সরদারের কাছে তার ফসল উৎপাদনের বিভিন্ন দিক নিয়ে কথা বলতে দেখা যায়। এ প্রসঙ্গে তরমুজ চাষি আবু বক্কার সরদার বলেন, প্রতি বছর নানা রকম তরি-তরকারি চাষ করে বিক্রি করি। কিন্তু গত বছর করোনা’র কারণে অন্যান্য তরকারির দাম পড়ে যাওয়ার ভয়ে আমার ঘেরের কিছু জমিতে তরমুজও চাষ করি। প্রায় ৪৫ হাজার টাকা খরচ করে ভালো লাভ পাই। তাই দেখে এবছর ৫টি চিংড়ি ঘেরে ১৩টি মাচা করে আইলে হাজারের অধিক তরমুজ গাছ রোপন করেছি। সবে বিক্রি শুরু, আশা করছি আরও ২ মাসে ৩ লক্ষাধিক টাকা বিক্রি হবে। ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার মোসাদ্দেক হোসেন বলেন, এ বছর সমগ্র ডুমুরিয়ায় ৩৫০ হেক্টর জমিতে অফ-সিজন তরমুজ চাষ হয়েছে। তাদের মধ্যে বক্কার সরদার অন্যতম সফল চাষি। গত বছর ডুমুরিয়া অঞ্চলে সীমিত পরিসরে শুরু হলেও এ বছর ব্যাপক চাষ হয়েছে। আর আমরা কৃষকদের প্রশিক্ষণ-পরামর্শ দিয়ে চলেছি। সংবাদটি পড়া হয়েছে ১৯৬ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ডুমুরিয়ার এক ব্যক্তির মৃত্যু ডুমুরিয়ায় আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত