ডুমুরিয়ায় সর্প দংশনে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর মৃত্যু প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২৩ | আপডেট: ৭:০৩:অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২৩ ছবি: মোহনা চক্রবর্তী মিতু (১২)। ছবিটি ফেসবুক থেকে নেয়া। খুলনার ডুমুরিয়ায় সর্প দংশনে মোহনা চক্রবর্তী মিতু (১২) নামে এক ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর মৃত্যু হয়েছে। সে ডুমুরিয়া উপজেলার কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী এবং পাশ্ববর্তী কেশবপুর উপজেলার গৌরিঘোনা গ্রামের কার্তিক চক্রবর্তীর মেয়ে। তাঁর পারিবারিক সূত্রে জানা যায়, মোহনা চক্রবর্তী মিতু সোমবার দিবাগত রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিল। রাতের কোন এক সময় তাকে বিষাক্ত সাপে কামড় দেয়। গভীর রাতে সে যন্ত্রণায় ছটফট করতে থাকে। এসময় পরিবারের লোকজন কাছে এসে মিতুকে সাপে কামড়ানোর বিষয়টি বুঝতে পারে। ততক্ষণে শিশুটি গ্যাজলাতে থাকে। অল্পক্ষণের মধ্যে শিশুটি মারা যায়। বিষয়টি কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম আব্দুর রাজ্জাক নিশ্চিত করেছেন। সংবাদটি ২৪৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন ডুমুরিয়ায় এক গৃহবধূর আত্মহত্যা ডুমুরিয়ায় দুর্গা পূজা উদযাপনে থানা পুলিশের মতবিনিময়