ডুমুরিয়ায় এক গৃহবধূর আত্মহত্যা প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৩ | আপডেট: ৭:৫৫:অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৩ খুলনার ডুমুরিয়ায় স্বামীর উপর অভিমান গলায় ওড়না পেঁচিয়ে কুলসুম খাতুন (১৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। শনিবার(৭ অক্টোবর) সকালে উপজেলার গজেন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও মৃতের পরিবার সূত্রে জানা যায়, গত সাত মাস পূর্বে উপজেলার সাহস ইউনিয়নে গজেন্দ্রপুর এলাকার লাভলু শেখের কন্যা কুলসুম খাতুনের একই এলাকার ওহাব আলী বিশ্বাসের ছেলে নুর আলমের ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয়াদি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকতো। তারই জের ধরে ঘটনার দিন সকালে স্বামীর উপর অভিমান করে নিজ ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। ঘটনা প্রসঙ্গে ওসি সেখ কনি মিয়া বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সংবাদটি ২৯৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন ডুমুরিয়ায় দুর্গা পূজা উদযাপনে থানা পুলিশের মতবিনিময় ডুমুরিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ২