খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ: আহত ২৫ প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৯ | আপডেট: ৬:৫৪:অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৯ ডেক্স রিপোর্ট: রবিবার (১৫ ডিসেম্বর) বিকাল ৩টায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের মির্জাপুর শ্মশান ঘাট এলাকায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নারী পুরুষ সহ ২০ থেকে ২৫ জন আহত হয়েছে। আহতদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে পাটকেলঘাটার বিভিন্ন ক্লিনিক ও সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। আহতরা হলেন, সাতক্ষীরা জেলার দেবহাটা থানার শাকরা গ্রামের ইছাক গাজীর পুত্র আয়ুব হোসেন(৪৫), কলারোয়া উপজেলার মির্জাপুর গ্রামের মহিদুল ইসলামের কন্যা তন্নি খাতুন(২৫), সদর থানার ভাড়–খালী মাহমুদপুর গ্রামের ইকবল হোসেনের পুত্র মোশাররফ হোসেন (২৭), পাটকেলঘাটা থানার বড়বিলা গ্রামের মোক্তার আলীর পুত্র সুমন(২১), পাটকেলঘাটার বিশিষ্ট্য ব্যবসায়ী নিজাম ভূইয়া সহ প্রায় ২০-২৫ জন। এছাড়া সাতক্ষীরা ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে আহত আরো অনেককে উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেছে। সংঘর্ষে সাতক্ষীরাগামী যাত্রীবাহি বাস এম.কে পরিবহন(ঢাকা মেট্রো-জ ১৪-১২০৬) খাদে পড়ে যায়। খুলনাগামী ট্রাকটি উল্টে না যাওয়ার কারণে বিধ্বস্ত অবস্থায় পালিয়ে যেতে সক্ষম হয়। পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ(ওসি) কাজী ওয়াহীদ মুর্শেদ জানান, আহতদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকটি আটকের চেষ্টা চলছে। তবে এ ঘটনায় নিহতের কোন খবর পাওয়া যায়নি। সুন্দরবনটাইমস.কম/ডেক্স খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষনিরাপদ সড়ক চাইসড়ক দূর্ঘটনায় নিহত সংবাদটি পড়া হয়েছে ২৫৯ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাটকেলঘাটা রিপোর্টার্স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন পাটকেলঘাটায় নারকেল গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু