খুলনায় ২কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যাবসায়ী আটক

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২০ | আপডেট: ৮:০০:অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২০
খুলনায় জেলা গোয়েন্দা শাখা  (ডিবি) পুলিশের অভিযানে  ২কেজি গাঁজা সহ দুইজন মাদক ব্যাবসায়ী আটক করা  হয়েছে । আটককৃতরা হল সাতক্ষীরা জেলার আশাশুনি থানার পায়রাডাঙ্গা গ্রামের লুৎফর সরদারের ছেলে আশরাফুল ইসলাম সরদার (২০), অপরজন হল জেলার একই  থানার  বড়দল গ্রামের মৃত শাহাজান গাজীর ছেলে জিএম খাইরুল বাসার (৬২)। রবিবার (২৬জুলাই) খুলনা জেলা গোয়েন্দা শাখা(ডিবি) অফিসার ইনচার্জ শেখ কনি মিয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। 
 
খুলনা  জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি) সুত্রে জানা যায়, গতকাল   পাইকগাছা থেকে ১কেজি ৫০০গ্রাম গাঁজাসহ  খাইরুলকে বাসারকে  ও  আজ সকালে  চুকনগর বাজারের  আব্বাস হোটেলের সামনে থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ আশরাফুলকে আটক করা হয়। এ ঘটনায় পাইকগাছা মামলা নং- ৪৪  ও ডুমুরিয়া থানায় মামলা নং-৩৪( মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে)  দুইটি পৃথক মামলা দ্বায়ের করা হয়েছে। 

আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স