কলারোয়ায় ৩০কেজি চালে ৩ কেজি চুরি: হাতেনাতে ধরা পড়লেন আওয়ামীলীগ নেতা

প্রকাশিত: ১০:০৭ পূর্বাহ্ণ, এপ্রিল ১০, ২০২০ | আপডেট: ১০:০৭:পূর্বাহ্ণ, এপ্রিল ১০, ২০২০

নিজস্ব প্রতিবেদক:
খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ কেজি চালের স্থলে ২৭ কেজি দেয়ায় সাতক্ষীরার কলারোয়া উপজেলায় সোনাবাড়িয়া ইউনিয়নের মাদরা বাজারে এক ডিলারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
প্রতিজনের কাছ থেকে তিন কেজি করে চাল চুরির দায়ে ওই ডিলারকে বৃহস্পতিবার ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ডিলার মাহবুবুর রহমান উপজেলা আওয়ামীলীগের সদস্য। বিষয়টি নিশ্চিত করেছেন সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মনিরুল ইসলাম।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

স্থানীয়রা জানায়,সাতক্ষীরার কলারোয়া উপজেলার মাদরা বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় খোলাবাজারে ১০ টাকার চাল বিক্রি করছিলেন আওয়ামী লীগ নেতা ও ডিলার মাহবুবুর রহমান। জনপ্রতি ৩০ কেজি চাল দেয়ার কথা থাকলেও ২৭ কেজি করে দিয়েছেন তিনি। অথচ টাকা নিয়েছেন ৩০ কেজির।
এমন অভিযোগে তাৎক্ষণিক ঘটনাস্থলে হাজির হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আক্তার হোসেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম বলেন, চাল কম দেয়ার জন্য ইউনিয়ন ডিলার মাহবুবুর রহমানকে জরিমানা করেছেন এসিল্যান্ড। ডিলার মাহবুবুর রহমান উপজেলা আওয়ামী লীগের সদস্য। চাল কম না দিতে তাকে বার বার অনুরোধ করা হলেও শোনেননি।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক কলারোয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.আক্তার হোসেন বলেন, ডিলার মাহবুবুর রহমান চাল কম দেয়ার কথা স্বীকার করায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে সবাইকে ৩০ কেজি করে চাল দেয়া হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

সুন্দরবনটাইমস.কম/ডেক্স

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক