করোনা সংক্রমন ঠেকাতে সাতক্ষীরায় লকডাউন কার্যকর, উপসর্গ নিয়ে মৃত্যু ৩

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, জুন ৫, ২০২১ | আপডেট: ৫:২৮:অপরাহ্ণ, জুন ৫, ২০২১
করোনা সংক্রমন ঠেকাতে সাতক্ষীরায় লকডাউন কার্যকর: প্রথম দিন

করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় আজ শনিবার সকাল থেকে সাতক্ষীরা জেলায় বিশেষ লকডাউন কার্যকর করা হয়েছে। করোনা প্রতিরোধ কমিটির সভায় সাতক্ষীরা জেলায় সাত দিনের বিশেষ লকডাউন ঘোষণা করা হয়। তবে লকডাউন এর প্রথম দিনে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সাতক্ষীরা সদর হাসপাতলে করণা উপসর্গ নিয়ে তিনজন মারা গেছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

সকাল থেকে শহরে রাস্তাঘাটে রিক্সা, ভ্যান, ইজিবাইক ও মাহেন্দ্র যোগে সাধারন যাত্রীরা রাস্তায় বের হলেও বেলা বাড়ার সাথে সাথে পুলিশি তৎপরতায় পরে রাস্তাঘাট কিছুটা ফাঁকা হয়ে যায়। এদিকে, লকডাউন কার্যকর করার জন্য সাতক্ষীরা জেলার প্রবেশ দ্বার গুলোতে চেকপোস্ট বসানো হয়েছে। লকডাউন এর কারণে গণপরিবহন ও দোকানপাট বন্ধ রয়েছে। তবে অটো ও ইজিবাইক যোগে পথচারীদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে চেষ্টা করলেও তাদের যথেষ্ট ভোগান্তির শিকার হতে দেখা যায়।

ভোমরা স্থলবন্দরের আমদানি রফতানি বাণিজ্য স্বাভাবিক থাকলেও বন্দরের বাজারঘাট ও দোকানপাট বন্ধ রয়েছে। নজরদারি বাড়ানো হয়েছে সীমান্ত এলাকায়।

এদিকে, লকডাউন চলাকালে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানপাট খোলা রাখার সুযোগ দেওয়া হয়েছে। যদিও এই সুযোগ নিয়ে অন্যান্য সাধারণ দোকানীদেরও দোকানের সামনে অবস্থান নিয়ে এক সার্টার খুলে রাখতে দেখা গেছে। সেই সাথে ইজিবাইক ও ব্যাটারি চালিত ভ্যানও চলাচল করছে।

এছাড়াও লকডাউনের আওতার বাইরে রয়েছে ওষুধের দোকান, হাসপাতাল, ক্লিনিক, অ্যাম্বুলেন্স ও চিকিৎসাসেবা বিষয়ক প্রতিষ্ঠান, বিদ্যুৎ, জ্বালানিসহ জরুরী সেবার জন্য নিয়োজিত প্রতিষ্ঠান ও যানবাহন। এই সময়ে সকলকে মাস্ক ব্যবহার করে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করার অনুরোধ জানানো হয়েছে।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, করোনা আক্রান্ত হয়ে সাতক্ষীরায় ২৪৫ জন রোগী বিভিন্ন হাসপাতালে ও কোয়ারেন্টিন সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৮৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ জানান, সীমান্তবর্তী এলাকায় কঠোর নজরদারি করা হচ্ছে যাতে ভারতে অবৈধ ভাবে কেউ যাতায়াত করতে না পারেন। করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট এর সংক্রমন প্রতিরোধে সীমান্তে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। গত এক সপ্তাকে ২৯ জনকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল জানান, বিধি নিষেধ অবশ্যই মানতে হবে। আর নিম্ম আয়ের মানুষ যাতে কষ্টে না থাকে সে ব্যাপারে প্রয়োজনীয় সহায়তার দেয়া হবে। কোন মানুষ না খেয়ে থাকেব না। গরীব ও দুস্থ মানুষের বিষয়টি আমরা ভেবেছি।

খুলনা রেঞ্জের ডিআইজি ডঃ খন্দকার মহিদ উদ্দিন সাতক্ষীরায় সফরকালে লকডাউন কার্যকর করার নির্দেশনা দেন। একই সাথে তিনি এই মহামারী থেকে মানব জাতিকে রক্ষা করার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। লকডাউন কার্যকর ও স্বাস্থ্যবিধি পর্যবেক্ষণের জন্য ভ্রাম্যমান আদালতের একাধিক টিম কার্যকর রয়েছে। লকডাউনের প্রথমদিনে ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক থাকলেও বন্দরে সব ধরনের দোকান পাট বন্ধ রয়েছে।

 

এসজি/ডেক্স


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স