করোনা আক্রান্ত ও উপসর্গে মৃত-৫, চলছে ঢিলেঢালা লকডাউন।

প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, জুন ২৯, ২০২১ | আপডেট: ৭:৪৬:অপরাহ্ণ, জুন ২৯, ২০২১

সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় ১২০ জনের নমুনা পরিক্ষা করে ৩৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। যা শনাক্তের হার ২৭ দশমিক ৫ শতাংশ। এছাড়া জেলায় করোনা করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় দু’ নারীসহ ৫ জনের মৃত্যু হয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

এদিকে সাতক্ষীরায় লকডাউনের মধ্যেও সকাল থেকে ছোট খাটো যানবাহন চলাচল করতে দেখা গেছে। চলছে ঢিলেঢালা লকডাউন। পুলিশ যথারীতি তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। স্বাস্থ্যবিধি না মেনেই মানুষ চলাফেরা করছেন। হাট বাজার গুলোতে মানুষের ভিড় লক্ষনীয়। তবে দোকানপাট বন্ধ থাকলেও চুরি করেই চলছে কেনাবেচা। পুলিশের বাধা ও ব্যারিকেডও মানছে না অনেকেই। বিপাকে পড়েছেন মোটর চালিত ভ্যান ও রিক্সা চালকসহ খেটে খাওয়া মানুষ।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার জানান, এ যাবত করোনায় মৃত্যু হয়েছে ৬৮ জনের। আর ভাইরাসটির উপসর্গ নিয়ে মারা গেছে মোট ৩৩২ জন। এছাড়া এ পর্যন্ত পজেটিভ এসেছে তিন হাজার ৩২১জনের। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৪৩৩ জন।

 

 

এস/জি


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স