উন্নয়নের নামে তালার দলুয়া-শুক্তিয়া রাস্তাটি ৮ মাস মাটি কেটে ফেলে রাখা হয়েছে প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, মে ৬, ২০২১ | আপডেট: ৪:৪৪:অপরাহ্ণ, মে ৬, ২০২১ তালার দলুয়া-শুক্তিয়া রাস্তাটির বর্তমান চিত্র। “যাদের দেখার দায়িত্ব তাদের তদারকি নেই: ঠিকাদারী প্রতিষ্ঠানের গাফিলতি” “সামন্য বৃষ্টিতে পানি-কাদায় একাকার: জনগনের ভোগান্তি চরমে” সরকারী কর্মকর্তাদের তদারকি না থাকা ও ঠিকাদারের গাফিলতিতে চরম ভোগান্তিতে পড়েছে সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের দলুয়া অঞ্চলের কয়েক হাজার মানুষ। উন্নয়নের জন্য দলুয়া শুক্তিয়া টিকারামপুর রাস্তাটি প্রাই দুই কিলোমিটার প্রায় ৮ মাস মাটি কেটে রাখার ফলে জনগনের ভোগান্তির যেন অনন্ত নেই। টেন্ডারের মাধ্যমে খুলনার মেসার্স এসএস এন্টার প্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান প্রায় ১ কোটি ২২ লাখ টাকা ব্যায়ে এক বছর আগে রাস্তাটি উন্নয়নের করার কার্যাদেশ পান। কিন্ত ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি না করে দুই হাত বদল করে খলিষখালীর জনৈক খোকন ও তালার বুলু নামে দুই জনকে দিয়ে কাজটি ৯ মাস আগে শুরু করেন। রাস্তাটির দলুয়া বাজার থেকে টিকারামপুর পর্যন্ত মাটি কেটে বালি ফেলার জন্য রেখে দেয়া হয়। হঠাৎ কয়েক মাস ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ না করায় স্থানীয় চেয়ারম্যান বিষয়টি উপজেলা উন্নয়ন সমম্বয় সভায় উপস্থান করেন। এর পর ঠিকাদার পক্ষে জনৈক খলিষখালীর খোকন দলুয়া অংশে বালি ভরাটের জন্য পাশ^বর্তী নদী থেকে অবৈধ ভাবে বালি উত্তলন শুরু করে। একপর্যায় খবর পেয়ে উপজেলা প্রশাসন অবৈধভাবে বালি উত্তলন বন্ধকরে দেয়। আবারও বন্ধ হয়ে যায় উন্নয়ন কাজ। পরে কয়েক মাস পর স্থানীয়দের চাপে ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন রাস্তাটির দলুয়া অংশে কয়েক ট্রাক বালি ফেলে এবং আগে থেকে রাস্তার তুলে রাখা ইট তা টুকরো টুকরো করে কাজ শুরু করে। বর্তমানে দুই থেকে তিন‘শ মিটার কাজ করার পর আবারও রাস্তার উন্নয়ন কাজ বন্ধ রাখে ঠিকাদারী প্রতিষ্ঠানটি। স্থানীয়দের অভিযোগ গত দুই দিন আগে হঠাৎ সামন্য বৃষ্টি হওয়ায় রাস্তাটিতে পানি জমে কাদা হয়ে গেছে। এর ফলে কয়েকটি গ্রামের মানুষের চলাচলের জন্য দূর্ভোগ পোহাতে হচ্ছে। এর আগে বোর ধান কেটে ওই রাস্তা দিয়ে চাষীরা কেউ কোন যানবাহনে করে তাদের উৎপাদিত ফসল বাড়ীতে আনতে পারেনি। মাঠের মধ্যে ধান ক্ষেতেই ধান ঝাড়াই এর কাজ কৃষকদের করতে বাধ্য হতে হয়েছে। রাস্তাটির বর্তমান যে অবস্থা তাতে মানুষ বাড়ী থেকে বের হয়ে হাট বাজারসহ কোথাও যেতে পারছে না। বিষয়টি নিয়ে স্থানীয় খলিষখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যার মোজাফ্ফর রহমান জানান, প্রতিনিয়ত ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন, তালা উপজেলা সহকারী প্রকৌশল কর্মকর্তা ও জেলা প্রকৌশল কর্মকর্তার সাথে একাধিক বার যোগযোগ করে জনগনর দূর্ভোগ লাগবের জন্য চেষ্টা করা হয়। কিন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারী প্রতিষ্ঠান এই কাজ শুরু হচ্ছে হবেনে এমন করে মাসের পর মাস কাটিয়ে দিয়েছেন। তিনি অভিযোগ করেন রাস্তাটির উন্নয়ন কাজ না হওয়ায় সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এর জন্য তালা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অীধদপ্তরের কর্মকর্তা ও জেলা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তার কান্ডজ্ঞানহীনাসহ দায়িত্ব কর্তব্যে অবহেলার পরিচয়ন দিয়েছেন। চেয়ারম্যান মোজাফ্ফর রহমান ঠিকাদারী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবীসহ রাস্তাটি দ্রুত পাকা করনের দাবী জানিয়েছেন। ঠিকাদার আব্দুল মাজেদ জানান, তার প্রতিষ্ঠান এসএস এন্টার প্রাইজ কাজটি করার কথা থাকলেও তালা অঞ্চলের ঠিকাদার বুলু ও খোকনকে দিয়ে রাস্তাটি কাজ করার দায়িত্ব দেয়া হয়। কিন্ত তারা কাজটি দীর্ঘদিনেও না করায় ঈদের পর নতুন করে তার এসএস এন্টার প্রাইজের মাধ্যমে রাস্তাটি উন্নয়ন কাজ শুরু করা হবে এমন দাবী ঠিকাদার মাজেদের। তালা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার জানান, রাস্তাটির কাজের জন্য স্থানীয় চেয়ারম্যান মোজাফ্ফর রহমান কয়েক দফায় আমাকে জানিয়েছেন। আমিও রাস্তাটির উন্নয়ন কাজ যাতে দ্রুত শুরু হয় তার জন্য ঠিকাদারকে বলেছি। কিন্ত কাজ না করায় ঠিকাদারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। এমআর/ডেক্স সংবাদটি পড়া হয়েছে ৩২০ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যের বিকল্প নেই: তালায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী তমা তালায় আন্তর্জাতিক নারী দিবসে ৩ ব্যক্তিকে সম্মাননা