আল্টিমেটাম শেষ হওয়ায় পাটকেলঘাটায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ থাকায় ভ্রামমান আদালতের জরিমানা

প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০১৯ | আপডেট: ৪:০৯:অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০১৯

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

মো: সাইদুজ্জামান শুভ:
সুস্থ সবল জতি চায়, ভেজাল মুক্ত খাদ্য চাই। গত ১৪ অক্টোবর(সোমবার) বিকাল ৪টার সময় তালা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম পাটকেলঘাটা বাজারে সব মিষ্টি ব্যাবসায়ীদের ডাকেন এবং সমস্ত হোটেল পরিস্কার পরিচ্ছন্নাতা রক্ষায় ৫ দিনের সময় নির্ধারণ করে দেন। প্রত্যেক হোটেল মালিককে তার দোকানে ১০,০০০ হাজার টাকা খরচ করে পরিস্কার পরিচ্ছন্ন করতে বলে দেন।

তারই ধারাবাহিকতায় আজ ২১ অক্টোবর (সোমবার) সকাল ১১টায় তালা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম পাটকেলঘাটার বিভিন্ন হোটেল গুলোতে অভিযান পরিচালনা করেন।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা সাতক্ষীরা ঘোষ ডেয়ারীকে ৫০০০টাকা, সাতক্ষীরা মিষ্টি হাউজ কে ২০,০০০ হাজার টাকা, পার্শবর্তী হোটেল মানিক ঘোষ কে ৪০০০ হাজার টাকা এবং দন্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় রাস্তার উপরে অবৈধভাবে ইজ্ঞিন ভ্যান রাখার দায়ে মফিজুল মোড়লকে ৩০০ টাকা, রাস্তার উপরে অবৈধভাবে মোটরসাইকেল রাখায় ৫০০টাকা, অতিরিক্ত চড়া দামে পিয়াজ বিক্রি করায় ১০০০ টাকা জরিমানা করা হয়। মোট ৩০,৭০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় তালা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম বলেন, এ অভিযান অব্যহত থাকবে।

এ অভিযানকে স্বাগত জানিয়েছে পাটকেলঘাটার সর্বস্তরের মানুষ।

 

 

 

সুন্দরবনটাইমস.কম/মোঃ সাইদুজ্জামান শুভ/ভ্রাম্যমাণ প্রতিবেদক/পাটকেলঘাটা/সাতক্ষীরা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক